পদার্থবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১১. স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কী পরিমাণ কাজ বৃদ্ধি পাবে?

ক. 100% খ. 200%

গ. 300% ঘ. 400%

১২. সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে?

ক. তাপশক্তি খ. গতিশক্তি

গ. স্থিতিশক্তি ঘ. অন্তঃস্থ শক্তি

১৩. বিভবশক্তির মাত্রা কোনটি?

ক. ML–2 খ. ML2T2

গ. ML2T-2 ঘ. ML-1

১৪. একটি স্প্রিংকে প্রসারিত করা হলে—

i. এটি বিভব শক্তি অর্জন করে

ii. এটি প্রত্যয়নী বল লাভ করে

iii. প্রত্যয়নী বলের দ্বারা কৃত কাজই এর বিভব শক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে—

i. ধনুকে তির লাগিয়ে টানলে

ii. ধাতব পাতকে বাঁকালে

iii. রাবারকে প্রসারিত করলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. জলবিদ্যুৎ উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?

ক. গতিশক্তি খ. যান্ত্রিক শক্তি

গ. বিদ্যুৎশক্তি ঘ. বিভবশক্তি

১৭. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করলে—

i. সর্বাধিক উচ্চতায় বিভবশক্তি সর্বোচ্চ

ii. সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ

iii. মোট শক্তি সর্বত্র সমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে—

i. বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়

ii. বস্তুর গতিশক্তি হ্রাস পায়

iii. বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ

মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা