মানবদেহ - জীববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ৫ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মানবদেহের বিভিন্ন অঙ্গছবি: ক্লিভল্যান্ড ক্লিনিক

অধ্যায় ৫

১. মানবদেহে শব্দ উত্পন্ন করে কোনটি?

ক. ফুসফুস খ. ব্রঙ্কাস

গ. ল্যারিংক্স ঘ. গলবিল

২. ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. শ্বসনে এর কোনো ভূমিকা নেই 

খ. বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে

গ. ফ্রেনিক ধমনি রক্ত সংগ্রহ করে 

ঘ. সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়

৩. কোথায় সেরা ফ্লুইড পাওয়া যায়?

ক. ফুসফুসে খ. ব্রঙ্কাসে

গ. ট্রাকিয়ায় ঘ. অ্যালভিওলাসে

৪. বাঁ ফুসফুসে কতটি লোবিউল থাকে?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

৫. মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে?

ক. ৪টি খ. ৬টি

গ. ৮টি ঘ. ১০টি

৬. মানুষের ফুসফুসে মোট কয়টি লোব বিদ্যমান?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৭. অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়?

ক. হৃৎপিণ্ডে খ. ফুসফুসে

গ. পাকস্থলীতে ঘ. বৃক্কে

৮. ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কী বলে?

ক. ভাইটাল ক্যাপাসিটি খ. টাইডাল বায়ু

গ. টাইডাল ভলিউম 

ঘ. রেসিডিউয়াল ভলিউম

৯. মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়?

ক. ২১ সপ্তাহ খ. ২২ সপ্তাহ

গ. ২৩ সপ্তাহ ঘ. ২৪ সপ্তাহ

১০. নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক?

ক. ট্রাকিয়া→ব্রঙ্কাই→ব্রঙ্কিওল → অ্যালভিওলাস

খ. ব্রঙ্কাই → ট্রাকিয়া→ ব্রঙ্কিওল→ অ্যালভিওলাস

গ. ট্রাকিয়া→ব্রঙ্কিওল→ব্রঙ্কাই→ অ্যালভিওলার নালি→অ্যালভিওলার থলি→অ্যালভিওলাস

ঘ. ট্রাকিয়া→অ্যালভিওলার থলি→ ব্রঙ্কাই →ব্রঙ্কিওল→অ্যালভিওলার নালি→অ্যালভিওলাস

১১. ফুসফুসে বায়ুপ্রবাহের সঠিক গতিপথ কোনটি?

ক. ল্যারিংক্স→ব্রঙ্কাই→ট্রাকিয়া→অ্যালভিওলি

খ. ট্রাকিয়া→ল্যারিংক্স→ব্রঙ্কাই→অ্যালভিওলি

গ. ব্রঙ্কাই→ট্রাকিয়া→ল্যারিংক্স→অ্যালভিওলি

ঘ. ল্যারিংক্স→ট্রাকিয়া→ব্রঙ্কাই→অ্যালভিওলি

১২. স্বরযন্ত্রের ভোকাল কর্ড কতটি?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৮টি

১৩. Adam’s Apple দেখা যায় কোথায়?

ক. অ্যালভিওলাসে খ. ফুসফুসে

গ. স্বরযন্ত্রে ঘ. ট্রাকিয়ায়

১৪. ফুসফুসের আবরণীকে কী বলে?

ক. অ্যালভিওলাস খ. ব্রঙ্কিওল

গ. প্লুরা ঘ. বায়ুকুঠুরি

১৫. স্বরযন্ত্র মুখবিবরে যে ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়, তাকে কী বলে?

ক. অ্যাপিগ্লটিস খ. গ্লটিস

গ. ট্রাকিয়া ঘ. প্লুরা

১৬. খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের গ্লটিসটি যে ঢাকনা দিয়ে বন্ধ থাকে, তাকে কী বলে?

ক. প্লুরা খ. ব্রঙ্কাস

গ. অ্যাপিগ্লটিস ঘ. ট্রাকিয়া

১৭. নিচের কোনটিতে স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড যুক্ত থাকে?

ক. ভেস্টিবিউল খ. স্বরযন্ত্র

গ. শ্বাসনালি ঘ. বায়ুনালি

১৮. ট্রাকিয়া কয় ভাগে বিভক্ত হয়ে শাখা নালি গঠন করে?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

১৯. মানুষের ব্রঙ্কাসের প্রতিটি শাখাকে কী বলা হয়?

ক. অ্যালভিওলাস খ. ব্রঙ্কিওল

গ. ট্রাকিওল ঘ. ফুসফুস

২০. মানুষের ফুসফুসের দ্বিস্তরী আবরণীর মাঝের স্থানকে কী বলে?

ক. ভিসেরাল স্তর

খ. প্যারাইটাল স্তর

গ. অন্তঃপ্লুরাল গহ্বর 

ঘ. ডায়াফ্রাম

২১. ফুসফুসের গঠন ও কাজের একক কোনটি?

ক. ট্রাকিয়া খ. ব্রঙ্কাস

গ. অ্যালভিওলাস ঘ. ব্রঙ্কিওল

২২. মানবদেহে দুই ফুসফুসে মোট কতটি অ্যালভিওলাই রয়েছে?

ক. প্রায় ৬০০ মিলিয়ন 

খ. প্রায় ৬৫০ মিলিয়ন

গ. প্রায় ৭০০ মিলিয়ন 

ঘ. প্রায় ৮০০ মিলিয়ন

২৩. ফুসফুসের অ্যালভিওলাসের কৈশিক জালিকার উত্পত্তি নিচের কোনটি থেকে ঘটে?

ক. পালমোনারি শিরা 

খ. পালমোনারি ধমনি

গ. কৈশিক জালিকা 

ঘ. শিরা

২৪. অ্যালভিওলাস—

i. ফুসফুসের গঠন ও কার্যের একক

ii. প্রাচীরে কোলাজেন তন্তু থাকে

iii. জীবাণু ধ্বংস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ডায়াফ্রামের ক্ষেত্রে প্রযোজ্য—

i. সব স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায়

ii. বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে

iii. ফ্রেনিক ধমনি রক্ত সংবহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বসনের হার কত বার?

ক. ১০-১৪ বার

খ. ১৪-১৮ বার

গ. ১৮-২২ বার

ঘ. ২২-২৬ বার

২৭. বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা ফুসফুসীয় চাপ কত বেশি থাকে?

ক. ২-৩ মিমি পারদ 

খ. ৩-৪ মিমি পারদ

গ. ৪-৫ মিমি পারদ 

ঘ. ৫-৬ মিমি পারদ

২৮. শ্বাস উদ্দীপনা কোন স্নায়ুর মাধ্যমে নিশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করে?

ক. অপটিক খ. অলফ্যাক্টরি

গ. অকুলোমোটর ঘ. ভেগাস

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা