এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৫১. চুক্তি ব্যতিরেকে সুদ ধরা হয়—
i. মূলধনের ওপর
ii. উত্তোলনের ওপর
iii. ঋণ মূলধনের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন—
i. বাধ্যতামূলক নয়
ii. আদালতের প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত
iii. আইনগত সুযোগ–সুবিধা ভোগে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. অংশীদারি ব্যবসায়ে স্থায়ী মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়—
i. লাভ–লোকসান বণ্টন হিসাব
ii. অংশীদারদের মূলধন হিসাব
iii. অংশীদারদের চলতি হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের কমিশন দেখাতে হবে—
i. লাভ–লোকসান আবণ্টন হিসাবে ডেবিট
ii. অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট
iii. অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
X, Y & Z একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ৩: ২: ১ এবং বণ্টনযোগ্য মুনাফা ১,২০,০০০ টাকা। x ও z, y কে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, Y–এর লাভের অংশ ৫০,০০০ টাকার কম হবে না।
৫৫. X-এর মুনাফার অংশ কত টাকা?
ক. ৬০,০০০ টাকা
খ. ৫২,৫০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
৫৬. নিশ্চয়তা অনুসারে অংশীদার Y—
i. X–এর কাছ থেকে অতিরিক্ত মুনাফা পাবে ৭,৫০০ টাকা
ii. Z–এর কাছ থেকে অতিরিক্ত মুনাফা পাবে ২,৫০০ টাকা
iii. Y–এর ঘাটতি মুনাফা X ও Y ৩/৪: ১/৪ অনুপাতে প্রদান করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. ক, মি. খ ও মি. গ একটি অংশীদারি ব্যবসায়ে তিনজন অংশীদার। তাদের সারা বছরের মোট উত্তোলনের পরিমাণ যথাক্রমে ১০,০০০ টাকা, ৮,০০০ টাকা ও ৬,০০০ টাকা। চুক্তিপত্র অনুযায়ী উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে।
৫৭. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন প্রচলিত?
ক. ১৯১৩ খ. ১৯৩২
গ. ১৯৯৪ ঘ. ২০০১
৫৮. অংশীদারদের উত্তোলনের ওপর যথাক্রমে কত টাকা সুদ ধার্য করতে হবে?
ক. ১০০ টাকা, ৮০০ টাকা ও ৬০০ টাকা
খ. ৪৮০ ও ৩৬০ টাকা, ২৬০ টাকা
গ. ৫০০ ও ৪০০ টাকা, ৩০০ টাকা
ঘ. ১২৫, ১০০ ও ৫০ টাকা
উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ক ও খ দুজন অংশীদার। তারা প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদ ১০%।
৫৯. প্রত্যেকের বার্ষিক উত্তোলনের পরিমাণ কত টাকা?
ক. ১,০০০ খ. ৫,৫০০০
গ. ১১,০০০ ঘ. ১২,০০০
৬০. উত্তোলনের সুদ ও উত্তোলন দেখানো হয়—
i. লাভ–লোকসান আবণ্টন হিসাব
ii. অংশীদারদের মূলধন হিসাবে
iii. ঋণ হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫০.ক ৫১.গ ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.খ ৫৮.গ ৫৯.ঘ ৬০.ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা