বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

১. ‘উপন্যাস’-এর আক্ষরিক অর্থ কী?

ক. বিশেষরূপে উত্থাপন

খ. ঘটনার বিশদ বিবরণ

গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস

ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

২. ‘উপন্যাস’–এর ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Story খ. Novel

গ. Novela ঘ. Big Story

৩. উপন্যাসের প্রধান ভিত্তি কী?

ক. প্লট খ. চরিত্র

গ. সংলাপ ঘ. স্টাইল

৪. উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কী?

ক. মানুষের জীবন

খ. চরিত্র–চিত্রণ

গ. বিশ্বাসযোগ্য কাহিনী

ঘ. লেখকের জীবন–দর্শন

৫. মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল উদ্দেশ্য কী?

ক. চরিত্রের অন্তর্জগতের রহস্য উদ্​ঘাটন

খ. চরিত্রের দ্বান্দ্বিক রহস্য উদ্​ঘাটন

গ. ঘটনার মহাজাগতিক তত্ত্ব বিশ্লেষণ

ঘ. চরিত্রের জীবন দর্শন বিশ্লেষণ

৬. উপন্যাস হলো—

i. মানুষের জীবনের প্রতিচ্ছবি

ii. তত্ত্ব ও তথ্যের সংমিশ্রণ

iii. কাহিনির বর্ণনাত্মক বিবরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৭. উপন্যাসের সংলাপ মূলত—

i. চরিত্রের মনস্তত্ত্বকে প্রকাশ করে

ii. চরিত্রকে ক্রিয়াশীল করে

iii. উপন্যাসের শিল্পরূপকে সমৃদ্ধ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের লেখক কে?

ক. টেকচাঁদ ঠাকুর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর

লালসালু: ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.খ

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন