অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. বর্তমানে বিদেশ থেকে কিসের মাধ্যমে টাকা পাঠানো যায়?

ক. ফ্যাক্স খ. ল্যান্ডফোন

গ. মুঠোফোন ঘ. রেডিও

২. বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে কীভাবে আবেদন করা যায়?

ক. অনলাইনে

খ. সাদা কাগজে

গ. নিজ হাতে লিখে

ঘ. টাইপকৃত ডকুমেন্টে

৩. কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে?

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

খ. তথ্য

গ. প্রযুক্তি

ঘ. রেডিও

৪. পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কিসের মাধ্যমে সহজেই জানতে পারে?

ক. পত্রিকার পাতা

খ. মুঠোফোন

গ. রেডিও

ঘ. টেলিভিশন

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী হয়েছে?

ক. গতি কমছে

খ. কাজের গতি বেড়েছে

গ. গতি বাড়ছে

ঘ. কাজের গতি কমেছে

৬. অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?

ক. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে

খ. মনিটরিং করার ফলে

গ. মনিটরের সাহায্যে

ঘ. মাউসের সাহায্যে

৭. অনলাইনে চাকরির আবেদন করা যায়—

i. ল্যাপটপ ও মডেমের সাহায্যে

ii. ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে

iii. আবেদনপত্র লিখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে কীভাবে?

ক. অর্থনৈতিক উন্নয়নের ফলে

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে

গ. রাজনৈতিক বিকাশের ফলে

ঘ. ইলেকট্রনিকস যন্ত্রপাতির অধিক ব্যবহারে

৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে—

i. কাজের পরিমাণ কমে যাচ্ছে

ii. অসংখ্য নতুন কাজের সৃষ্টি হচ্ছে

iii. কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—

i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে

ii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব

iii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা