প্রিয় পরীক্ষার্থী, পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। দুই পত্রের অধ্যায়গুলো মনোযোগ দিয়ে রিভিশন দিতে হবে। এ বছর অধ্যায়ের পরিধি ও প্রতিটি অধ্যায়ে সীমিত পরিসর। তাই ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। পদার্থবিজ্ঞান ১ম পত্রের জন্য নির্ধারিত ৮টি ও পদার্থবিজ্ঞান ২য় পত্রের জন্য ৭টি অধ্যায়ের নির্বাচিত অংশগুলো আয়ত্তে এনে পরীক্ষায় অংশ নিতে হবে।
পদার্থবিজ্ঞানের উভয় পত্রেই গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সহায়ক। তাই গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রশ্নে কী চাওয়া হয়েছে, তা বুঝতে অবশ্যই ভালো করে পড়ে উত্তর লিখবে।
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে হিসাব–নিকাশ সঠিক হওয়া জরুরি। সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে একক সঠিক লেখা জরুরি।
পদার্থবিজ্ঞান ১ম পত্রে ভৌতজগৎ, ভেক্টর, বলবিদ্যা, নিউটনের তৃতীয় সূত্র, টর্ক, অভিকর্ষ বল, পর্যাবৃত্ত, আদর্শ গ্যাস, বয়েলের সূত্রের ওপর বেশি নজর দেবে।
পদার্থবিজ্ঞান ২য় পত্রে তাপবিদ্যা, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, কির্শফের সূত্র, আলোর ব্যতিচার, আপেক্ষিকতার তথ্য ও সেমিকন্ডাক্টর ইলেকট্রনিকসের ওপর জোর দেবে।
বহুনির্বাচনি প্রশ্ন ২৫টি থেকে ১৫টির উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে কোন ১৫টি তুমি নিজে নিশ্চিতভাবে পারবে, সেগুলো বাছাই করে বৃত্ত ভরাট করবে। এ ক্ষেত্রে প্রশ্ন পড়ার সময়ই তোমাকে নির্ধারিত প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করতে হবে।
ভেক্টরের চিহ্ন, কার্ল, মাত্রা সমীকরণ, একক অবশ্যই ঠিক করে লিখবে। গাণিতিক সমস্যা সমাধান করার জন্য সূত্র খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য সূত্রগুলো বারবার পড়বে, বুঝবে ও লিখবে। এতে ভুল কমে যাবে। একটু বেশি মনোযোগ দাও, তবেই তুমি ভালো নম্বর পাবে।
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা