এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
১. সামাজিক প্রতিষ্ঠান কী?
ক. একটি ব্যবস্থা খ. একটি শক্তি
গ. একটি বন্ধন ঘ. একটি অবকাঠামো
২. ‘Society’ নামক গ্রন্থের রচয়িতা কে?
ক. অগাস্ট কোঁৎ খ. ম্যাকাইভার ও পেজ
গ. জিসবার্ট ঘ. জারট্রুড উইলসন
৩. কতগুলো কার্যাবলির সমন্বিত রূপকে কী বলে?
ক. আইন খ. প্রথা
গ. সংবিধান ঘ. প্রতিষ্ঠান
৪. ‘সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা’—সংজ্ঞাটি কার?
ক. হর্টন ও হান্ট খ. সামনার ও কোহলার
গ. এইচ বার্নস ঘ. ম্যাকাইভার
৫. প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. পরিবার খ. সমাজ
গ. জনগণ ঘ. ইন্ডাস্ট্রি
৬. সামাজিক প্রতিষ্ঠান কিসের বাহন?
ক. আশা ও ভরসার খ. শান্তি ও শৃঙ্খলার
গ. ব্যবসায় ও হিসাবের ঘ. কৃষ্টি ও সংস্কৃতির
৭. প্রতিষ্ঠান নামক চাকার ওপর ভিত্তি করে কী পরিচালিত হয়?
ক. ব্যক্তি খ. পরিবার
গ. সমাজ ঘ. রাষ্ট্র
৮. ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. পুলিশ খ. নিরাপত্তা বাহিনী
গ. সেনাবাহিনী ঘ. প্রতিষ্ঠান
৯. ‘Agency’ শব্দের অর্থ কী?
ক. প্রতিষ্ঠান খ. বিদ্যালয়
গ. সংস্থা ঘ. আইন
১০. অর্থনৈতিক সংস্থার অন্তর্ভুক্ত হচ্ছে ব্যাংক–বিমা। তেমন সামাজিক সংস্থার ক্ষেত্রে যা সমর্থন করা যায়—
i. গণমাধ্যম
ii. আইন প্রয়োগকারী সংস্থা
iii. মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ঘ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা