সংক্ষেপে জেনে রাখি - তাপমণ্ডল, শেয়ার অধিহার, গ্লোবাল ভিলেজ, শ্বেত রক্তকণিকা

তাপমণ্ডল

মেসোবিরতির ওপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। এই স্তর থার্মোস্ফিয়ার নামেও পরিচিত। তাপমণ্ডল গামা রশ্মি ও এক্স-রে শোষণ করে নেয়। এ ছাড়া এ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

শেয়ার অধিহার

জনসাধারণের নিকট সাধারণ শেয়ার বিক্রয়ের জন্য যখন শেয়ারের প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়, তাকে বলে অধিহারে শেয়ার ইস্যু। প্রকৃত মূল্যের চেয়ে যে পরিমাণ মূল্য বেশি নেওয়া হয়, তাকে বলে শেয়ার অধিহার।

গ্লোবাল ভিলেজ

একটা গ্রামে যেমন একজন মানুষ আরেকজনের সঙ্গে যখন খুশি যোগাযোগ করতে পারে, তেমনি বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর সর্বত্রই মানুষের সঙ্গে যখন–তখন যোগাযোগ সম্ভব হচ্ছে, যেন পুরো পৃথিবীটাই একটা গ্রাম। এ জন্য পৃথিবীকে এখন বলা হয় ‘গ্লোবাল ভিলেজ’। মার্শাল ম্যাকলুহানকে বলা হয় গ্লোবাল ভিলেজ ধারণার জনক।

শ্বেত রক্তকণিকা

শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। । শ্বেত রক্তকণিকা দেহকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত কণিকার তুলনায় অনেক কম। এগুলো অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে।

আরও পড়ুন