এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৮১. জেনেটিক প্রযুক্তি দিয়ে করা সম্ভব—
i. উচ্চফলনশীল সবজি উৎপাদন
ii. উন্নতমানের ওষুধ প্রস্তুত
iii. কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮২. তথ্যপ্রযুক্তির সাহায্যে জীববিজ্ঞানের সমস্যার সমাধান করাকে কী বলা হয়?
ক. বায়োমেট্রিকস
খ. ন্যানোটেকনোলজি
গ. বায়োটেকনোলজি
ঘ. বায়োইনফরমেটিকস
৮৩. জীবাণু অস্ত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. বায়োমেট্রিকস
খ. বায়োইনফরমেটিকস
গ. বায়োটেকনোলজি
ঘ. ন্যানোটেকনোলজি
৮৪. GMO–এর পূর্ণরূপ কী?
ক. Genetic Modified Organism
খ. Genetic Medical Organism
গ. Genetically Modified Organism
ঘ. Genetic Modified Organic
৮৫. বর্তমানে ন্যানোটেকনোলজি ব্যবহৃত হচ্ছে—
i. ফুড প্যাকেজিংয়ে
ii. ফুয়েল তৈরিতে
iii. ওষুধ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬. মানবদেহে কতটি জিন রয়েছে?
ক. ১০,০০০ থেকে ২০,০০০
খ. ১৫,০০০ থেকে ২০,০০০
গ. ২০,০০০ থেকে ২৫,০০০
ঘ. ২০,০০০ থেকে ৩০,০০০
৮৭. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করাকে কী বলা হয়?
ক. রেসট্রিকশন এনজাইম
খ. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
গ. জেনেটিক টেকনোলজি
ঘ. বায়োমেট্রিকস
৮৮. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে?
ক. ন্যানোটেকনোলজি
খ. বায়োইনফরমেটিকস
গ. বায়োমেট্রিকস
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৮৯. হ্যাকারদের কাজ হলো—
i. কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল
নষ্ট করা
ii. অনলাইন প্রতারণার মাধ্যমে টাকাপয়সা চুরি
iii. নতুন নতুন সফটওয়্যার তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯০. কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন?
ক. ন্যানোটেকনোলজি
খ. বায়োইনফরমেটিকস
গ. বায়োমেট্রিকস
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮১.ক ৮২.ঘ ৮৩.খ ৮৪.গ ৮৫.ঘ ৮৬.ঘ ৮৭.খ ৮৮.ঘ ৮৯.ক ৯০.ঘ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা