পরিচ্ছদ ১০
১. নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
ক. প্রবীণ খ. ভিখারি
গ. বাবুয়ানা ঘ. সেলাই
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক খ. নাজুক
গ. নালায়েক ঘ. নাদাবি
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
ক. আখাম্মা খ. উপকূল
গ. অনভিজ্ঞ ঘ. আরম্ভ
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো খ. উপ
গ. টা ঘ. ও
৫. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. ছোট খ. বিপরীত
গ. নিম্ন ঘ. শূন্য
৬. বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে?
ক. কয়েকটি খ. অর্ধশত
গ. অর্ধশতাধিক ঘ. শতাধিক
৭. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
ক. সম্প্রদান খ. অভিযোগ
গ. সম্পত্তি ঘ. অত্যাচার
৮. উপসর্গের কী নেই?
ক. অস্তিত্ব খ. অর্থ
গ. বাস্তবতা ঘ. অর্থদ্যোতনা
৯. উপসর্গের কী আছে?
ক. অর্থ
খ. স্বাধীন ব্যবহার
গ. মান
ঘ. অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
১০. ‘অনুগমন’ শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত খ. চমৎকার
গ. অর্ধেক ঘ. পেছনে
সঠিক উত্তর
পরিচ্ছদ ১০: ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা