এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | সমাস : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সমাস
৩১. ‘জলচর’ কোন তত্পুরুষ সমাস?
ক. সপ্তমী খ. পঞ্চমী
গ. উপপদ ঘ. তৃতীয়া
৩২. দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?
ক. কর্মধারয় সমাস খ. বহুব্রীহি সমাস
গ. দ্বিগু সমাস ঘ. তত্পুরুষ সমাস
৩৩. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয়
গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ
৩৪. বহুব্রীহি শব্দের অর্থ কী?
ক. বহুমুখী খ. বহুবৃদ্ধি
গ. বহু ধন ঘ. বহু ধান
৩৫. ‘হাতেখড়ি’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হাতেখড়ি
খ. হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
গ. খড়ির হাত
ঘ. হাতে খড়ি গ্রহণ
৩৬. ‘বেতার’ কোন সামাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. তত্পুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস
৩৭. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. অন্তরীপ খ. নিত্যানন্দ
গ. ময়ূরনাচ ঘ. প্রত্যক্ষ
৩৮. ‘দ্বিগু’ সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ খ. পূর্বপদ
গ. উভয় পদ ঘ. নাম পদ
৩৯. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
ক. দ্বিগু সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
৪০. উপসর্গ যোগে গঠিত হয়—
ক. প্রাদি সমাস খ. রূপক কর্মধারয়
গ. নিত্য সমাস ঘ. উপমিত কর্মধারয়
সঠিক উত্তর
সমাস: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.খ ৪০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা