ফুটবল খেলোয়াড়
১. প্রশ্ন: টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?
উত্তর: ইমদাদ হক একজন খেলাপাগল মানুষ। নিজের অবস্থা যেমনই হোক না কেন, সে খেলবেই। খেলতে গিয়ে সে শরীরের অনেক জায়গায় আঘাত পায়। আঘাতের যন্ত্রণায় ইমদাদ হক সারা রাত ছটফট করে। কবি যে মেসে থাকতেন, ইমদাদ হকও সেই একই মেসে থাকত বলে কবি ভাবতেন হয়তো-বা ছয় মাসের জন্য সে পঙ্গু হয়ে গেল। তাকে আর তিনি ফুটবল টিমে হয়তো দেখতে পাবেন না। এই ভেবে কবি প্রভাত বেলায় ইমদাদ হকের খবর নেওয়ার জন্য তার ঘরে ছুটে যেতেন। কিন্তু কোথায় ইমদাদ হক। বিছানা শূন্য। ইমদাদ হক ঘরে নেই। টেবিলের ওপর ছোট-বড় মালিশের শিশিগুলো যেন কবিকে উপহাস করছে। কারণ, জাত খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেই। কোনো বাধায় আপস করেন না। এমনকি শরীরের কোনো অঙ্গে আঘাত পেলেও না।
২. প্রশ্ন: প্রভাতে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
উত্তর: ইমদাদ হক একজন জাত খেলোয়াড়। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন। প্রভাতে মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা