সমাজবিজ্ঞানের গোড়ার কথা - সমাজবিজ্ঞান ১ম পত্র, অধ্যায় ১ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রাচীন রোমান সমাজের চিত্রছবি: হিস্টোরি স্কিলস ডটকম

অধ্যায় ১ 

[এর আগের প্রকাশিত লেখা]

২০. ফ্রয়েডের মতে  ‘ইগো’  কী?

ক. বাস্তব প্রবৃত্তি খ. নৈতিক প্রবৃত্তি 

গ. আদি প্রবৃত্তি ঘ. জৈবিক প্রবৃত্তি

২১. ‘Utopia’ গ্রন্থটির লেখক কে?

ক. ম্যাকিয়াভেলি খ. প্লেটো 

গ. ভিকো ঘ. টমাস মুর

২২.  ‘Socious’ শব্দের অর্থ কী?

ক. জ্ঞান খ. বিজ্ঞান 

গ. সমাজ ঘ. সংঘ 

২৩. অগাস্ট কোঁৎ কোন দেশের দার্শনিক? 

ক. ব্রিটেন খ. আমেরিকা 

গ. জার্মান ঘ. ফ্রান্স  

২৪.  ‘The Prince’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক. ১৫২৩ সালে  খ. ১৫৩২ সালে 

গ. ১৫৩৩ সালে  ঘ. ১৫৪৩ সালে

২৫. কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল?

ক. ভাষা আন্দোলন 

খ. চিরস্থায়ী বন্দোবস্ত 

গ. ফরাসি বিপ্লব 

ঘ. সমাজতান্ত্রিক বিপ্লব

উদ্দীপক পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কিশোরী সামা পড়াশোনায় অমনোযোগী। তার আচার-আচরণেও বেশ পরিবর্তন এসেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সে আগের মতো ভালো ব্যবহার করছে না।

২৬. সামার বিষয়টি মূলত কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়?

ক. রাষ্ট্রবিজ্ঞান খ. নৃবিজ্ঞান 

গ. মনোবিজ্ঞান ঘ. জনবিজ্ঞান

২৭. উক্ত বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়েই—

  i. মৌলিক বিজ্ঞান  

ii. মানুষের সামাজিক দিক নিয়ে আলোচনা করে 

  iii. একে-অপরের পরিপূরক    

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৮. ‘The Positive Philosophy’ গ্রন্থের  লেখক কে?

ক. চার্লস ডারউইন খ. অগাস্ট কোঁৎ 

গ. কার্ল মার্ক্স ঘ. হবস

২৯. সমাজবিজ্ঞানকে কী বলা হয়?

ক. ব্যবহারিক বিজ্ঞান 

খ. বস্তুনিষ্ঠ বিজ্ঞান 

গ. মূল্যবোধের বিজ্ঞান 

ঘ. সম্পর্কের বিজ্ঞান

৩০. ‘Sociology’ শব্দটির প্রবক্তা কে?

ক. অগাস্ট কোঁৎ খ. এমিল ডুর্খেইম 

গ. কার্ল মার্ক্স ঘ. হবস

৩১. বিবর্তনবাদের প্রবক্তা কে?

ক. চার্লস ডারউইন খ. কার্ল মার্ক্স 

গ. এমিল ডুর্খেইম ঘ. হবস

৩২. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম?

ক. মানুষ খ. সমাজ 

গ. সম্প্রদায় ঘ. রাষ্ট্র

৩৩. অর্থনীতি কোন ধরনের বিজ্ঞান?

ক. সামাজিক খ. ব্যবহারিক 

গ. তাত্ত্বিক ঘ. আপেক্ষিক

৩৪. মনোবিজ্ঞানকে কোন বিষয়ের বিজ্ঞান বলা হয়?

ক. সমাজের বিজ্ঞান 

খ. মনের বিজ্ঞান 

গ. আচরণের বিজ্ঞান 

ঘ. সম্পর্কের বিজ্ঞান

৩৫. ‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া–কর্মের বিজ্ঞান’—এ উক্তিটি কার?

ক. ম্যাক্স ওয়েবার খ. কার্ল মার্ক্স 

গ. এমিল ডুর্খেইম ঘ. হবস

৩৬. প্লেটো আদর্শ ‘সমাজ’ সম্পর্কে আলোচনা করেন কোন গ্রন্থে?

ক. পলিটিকস খ. রিপাবলিক 

গ. অরিজিন ঘ. সোসাইটি

৩৭. ‘অর্থশাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে’—সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক. অধ্যাপক মার্শাল  খ. কার্ল মার্ক্স 

গ. চার্লস ডারউইন   ঘ. টমাস মুর

সঠিক উত্তর

অধ্যায় ১: ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা