বংশবিস্তার—জীববিজ্ঞান ১ম পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১১

[এর আগের প্রকাশিত লেখা]

১৭. টিস্যু কালচারের ক্ষেত্রে প্রযোজ্য—

i. উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি

ii. বিলুপ্তপ্রায় উদ্ভিদ রক্ষায় ব্যবহৃত হয়

iii. জিনোম সিকোয়েন্স জানা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া—

i. আবাদ মাধ্যমের গুণাগুণ অক্ষুণ্ন রাখে

ii. অটোক্লেভ যন্ত্রে করা হয়

iii. ইনোকুলেশন চেম্বারে করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. ক্লোনাল বংশবিস্তারে—

i. মাতৃ উদ্ভিদের গুণাগুণ অক্ষুণ্ন থাকে

ii. অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়

iii. চারিত্রিক প্রকরণ তৈরি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়?

ক. রেস্ট্রিকশন এনজাইম খ. লাইগেজ এনজাইম

গ. লাইপেজ এনজাইম ঘ. প্রাইমেজ এনজাইম

২১. ‘বায়োলজিক্যাল নাইফ’ কোনটি?

ক. পলিমারেজ খ. লাইগেজ

গ. রেস্ট্রিকশন এনজাইম ঘ. অ্যামাইলেজ

২২. DNA খণ্ডকে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম?

ক. রেস্ট্রিকশন এনজাইম খ. হেলিকেজ এনজাইম

গ. পলিমারেজ এনজাইম ঘ. লাইগেজ এনজাইম

২৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড DNAএর কর্তিত অংশে টার্গেট DNA জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়?

ক. এন্ডোনিউক্লিয়েজ এনজাইম

খ. পলিমারেজ এনজাইম

গ. লাইয়েজ এনজাইম

ঘ. লাইগেজ এনজাইম

২৪. প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

ক. ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু

খ. রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব

গ. জিন প্রকৌশলের বাহক হিসেবে কাজ করে না

ঘ. এটি শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে

২৫. প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?

ক. শৈবালে খ. ফার্নে

গ. ব্যাকটেরিয়ায় ঘ. মসে

২৬. DNAএর সুনির্দিষ্ট অংশ কাটতে সাহায্য করে কোনটি?

ক. রেস্ট্রিকশন খ. লাইগেজ

গ. অ্যামাইলেজ ঘ. লাইপেজ

২৭. লাইগেজ DNA কে খণ্ডিত করে কোনটি?

ক. লাইগেজ এনজাইম খ. রেস্ট্রিকশন এনজাইম

গ. প্রোটিয়েজ এনজাইম ঘ. অ্যামাইলেজ এনজাইম

২৮. যেসব জীব প্লাজমিড বহন করে, তাদের কী বলে?

ক. পোষক খ. পরজীবী

গ. বাহক ঘ. অনুঘটক

২৯. প্লাজমিড গ্রহণকারী ব্যাকটেরিয়াকে কী বলে?

ক. ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া খ. হাইব্রিড ব্যাকটেরিয়া

গ. মিউটেন্ট ব্যাকটেরিয়া ঘ. ট্রান্সফরমড ব্যাকটেরিয়া

৩০. PCR প্রযুক্তি কবে আবিষ্কার হয়েছে?

ক. ১৯৮৪ সালে খ. ১৯৮৬ সালে

গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৮৯ সালে

৩১. ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক. রাইবোজোম খ. নিউক্লিয়াস

গ. DNA ঘ. প্লাজমিড

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা