[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৪
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দিশা তার বাবার সঙ্গে গ্রাম ঘুরে দেখছিল। সে দেখল যে একটি পুকুরে পাট ডুবিয়ে রাখা হয়েছে। সে তার বাবাকে এর কারণ জিজ্ঞেস করলে তার বাবা তাকে জানান, এভাবে রাখলে পাটে একধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যা পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে।
৩৪. দিশার বাবা কোন ব্যাকটেরিয়ার কথা বলেছেন?
ক. Clostridium খ. Lactobacillus
গ. Pseudomonas ঘ. Azotobacter
৩৫. উক্ত গণের ব্যাকটেরিয়া একটি প্রজাতি মানবদেহে নিচের কোন রোগটির সংক্রমণ ঘটায়?
ক. ধনুষ্টংকার খ. কলেরা
গ. টাইফয়েড ঘ. যক্ষ্মা
৩৬. কোন অংশ দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষে আবদ্ধ হয়?
ক. ফ্লাজেলা খ. স্পাইক
গ. ক্যাপসিড ঘ. পিলি
৩৭. কোন ভাইরাসে একসূত্রক DNA পাওয়া যায়?
ক. TMV খ. কলিফায
গ. ভ্যাক্সিনিয়া ঘ. রিও ভাইরাস
৩৮. কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির?
ক. মাম্পস খ. TMV
গ. পোলিও ঘ. ভ্যাকসিনিয়া
৩৯. কোন দশাটি মশকীর লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে?
ক. ট্রফোজয়েট খ. ক্রিপ্টোজয়েট
গ. মেরোজয়েট ঘ. স্পোরোজয়েট
৪০. Plasmodium Vivax-এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়?
ক. মানুষের যকৃত খ. মশকীর ক্রপে
গ. মশকীর লালাগ্রন্থিতে ঘ. মানুষের লোহিত কণিকায়
৪১. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মূল উপাদান কোনটি?
ক. কাইটিন খ. লিপোপ্রোটিন
গ. গ্লাইকোলিপিড ঘ. পেপটিডোগ্লাইকান
৪২. ব্যাকটেরিওফাজ কী?
ক. একপ্রকার ছত্রাক খ. একপ্রকার শৈবাল
গ. একপ্রকার ভাইরাস ঘ. একপ্রকার ব্যাকটেরিয়া
৪৩. কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. কলেরা খ. ম্যালেরিয়া
গ. ধানের ব্লাইট ঘ. বসন্ত
৪৪. TMV ভাইরাসের আকার কোন ধরনের?
ক. দণ্ডাকার খ. গোলাকার
গ. ঘনক্ষেত্রাকার ঘ. ব্যাঙাচি আকার
৪৫. মানুষের ভাইরাসজনিত রোগ কোনটি?
ক. কলেরা খ. যক্ষ্মা
গ. আমাশয় ঘ. হেপাটাইটিস
৪৬. কোনটি উদ্ভিদ ভাইরাস?
ক. TMV খ. HIV
গ. T2 ফাজ ঘ. ফ্লাভি ভাইরাস
উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কনক প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তাঁর মাংসপেশি, পিঠ, কোমর ও হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা। শরীরে লালচে র৵াশ উঠেছে।
৪৭. কনকের জ্বরের জন্য দায়ী অণুজীবটি কী?
ক. ছত্রাক খ. ভাইরাস
গ. ব্যাকটেরিয়া ঘ. প্লাজমোডিয়াম
৪৮. উল্লিখিত রোগটি প্রতিরোধে করণীয় হলো—
i. প্যারাসিটামল–জাতীয় ওষুধ খাওয়া
ii. দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো
iii. আশপাশে পানি জমতে না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.খ ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]