অধ্যায় ১
৩৫. ‘কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব নয়।’—এ উক্তিটি কোন বিজ্ঞানী করেছেন?
ক. প্লাঙ্ক খ. কেলভিন
গ. ক্লসিয়াস ঘ. কার্নো
৩৬. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি?
ক. dS = dQ T খ. dQ = dS T
গ. W = JH ঘ. dQ = dU+dW
৩৭. তাপগতিবিদ্যার ২য় সূত্রকে প্লাঙ্ক ও কেলভিন কোন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেছেন?
ক. সিস্টেম খ. তাপ ইঞ্জিন
গ. তাপীয় যন্ত্র ঘ. হিমায়ক
৩৮. নিচের কোনটি তাপ ইঞ্জিন নয়?
ক. বাষ্পীয় ইঞ্জিন খ. পেট্রল ইঞ্জিন
গ. রেফ্রিজারেটর ঘ. ডিজেল ইঞ্জিন
৩৯. একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই—
i. এর দক্ষতা উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার ওপর নির্ভর করে
ii. এর দক্ষতা কখনো 100% হতে পারে না
iii. এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে?
ক. প্রত্যাবর্তী প্রক্রিয়া
খ. অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
গ. রুদ্ধতাপীয় প্রক্রিয়া
ঘ. সমোষ্ণ প্রক্রিয়া
৪১. কোন প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না?
ক. সমোষ্ণ প্রক্রিয়া
খ. রুদ্ধতাপীয় প্রক্রিয়া
গ. প্রত্যাবর্তী প্রক্রিয়া
ঘ. অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
৪২. প্রত্যাগামী প্রক্রিয়া কেমন?
ক. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
খ. দ্রুত প্রক্রিয়া
গ. একমুখী প্রক্রিয়া
ঘ. তাপগতীয় প্রক্রিয়া
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.খ ৪১.ঘ ৪২.ঘ
মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা