এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৬১. রাজনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য—
i. সুনির্দিষ্ট সীমা থাকবে
ii. কোনো নিয়মকানুন থাকে না
iii. একটি প্রশাসনিক কেন্দ্র থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কোনটি?
ক. বেরিং প্রণালি খ. সুয়েজ খাল
গ. পানামা খাল ঘ. মালাক্কা প্রণালি
৬৩. সাগর বন্ধু হিসেবে পরিচিত কোন দেশ?
ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড
গ. বাংলাদেশ ঘ. মালদ্বীপ
৬৪. বর্তমানে বাংলাদেশে কতটি সিটি করপোরেশন রয়েছে?
ক. ৯টি খ. ১০টি
গ. ১১টি ঘ. ১২টি
৬৫. নিচের কোন ভূগোলবিদকে মানব ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়?
ক. ভিদ্যাল ডি লা ব্লাশ
খ. মিস এলেন চার্চিল
গ. ফ্রেডরিক রাটজেল
ঘ. পল ফ্লের
৬৬. বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার?
ক. ১২০ খ. ২৮০
গ. ৩৬০ ঘ. ৪৮০
৬৭. মানব ভূগোলের সাথে সম্পর্কিত—
i. মানুষ
ii. জলবায়ু
iii. বসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নয়?
ক. বসতি ও কৃষি
খ. শিল্প
গ. আবহাওয়া ও জলবায়ু
ঘ. বাণিজ্য
৬৯. জাপানের মুদ্রার নাম কী?
ক. রুপি খ. ইয়েন
গ. পাউন্ড ঘ. ডলার
৭০. বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে—
i. ভারত
ii. পাকিস্তান
iii. মিয়ানমার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬১.খ ৬২.গ ৬৩.ক ৬৪.ঘ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.গ ৬৯.খ ৭০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা