দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১০
১. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী?
ক. ধর্মীয় অনুভূতিতে আঘাত
খ. সংস্কৃতিতে আঘাত
গ. অর্থনীতিতে আঘাত
ঘ. অস্তিত্বে আঘাত
২. কোন সিপাহি প্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?
ক. মঙ্গল পান্ডে খ. বৃহস্পতি মিশ্র
গ. কেদার মিশ্র ঘ. অনুপ পান্ডে
৩. সিপাহি বিদ্রোহের অবসান ঘটে কখন?
ক. ১৮৫৭ সালের জুলাই মাসে
খ. ১৮৫৮ সালের জুলাই মাসে
গ. ১৮৫৯ সালের জুলাই মাসে
ঘ. ১৮৬০ সালের জুলাই মাসে
৪. সিপাহি বিদ্রোহের অনন্য ফলাফল কোনটি?
ক. ইংরেজ শাসনের অবসান
খ. কোম্পানি শাসনের অবসান
গ. ভারতের স্বাধীনতা অর্জন
ঘ. সিপাহিদের অর্থনৈতিক মুক্তি
৫. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. কাঠমান্ডুতে খ. থিম্পুতে
গ. মালদ্বীপে ঘ. রেঙ্গুনে
৬. স্বত্ববিলোপ নীতি বাতিল করা হয় কত সালে?
ক. ১৮৫৮ সালের ১ নভেম্বর
খ. ১৮৫৯ সালের ১৪ জুন
গ. ১৮৬০ সালের ৩ জুলাই
ঘ. ১৮৬১ সালের ২৫ মে
৭. সিপাহি বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল—
i. ভারতের স্বাধীনতা সংগ্রাম
ii. সিপাহিদের অধিকার আদায়ের সংগ্রাম
iii. জাতীয় বিদ্রোহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘ভাগ করো ও শাসন করো’ নীতি কারা অনুসরণ করত?
ক. ইংরেজরা খ. ভারতীয়রা
গ. পর্তুগিজরা ঘ. ওলন্দাজরা
৯. বঙ্গভঙ্গ সংঘটিত হয় কত সালে?
ক. ১৯০৩ সালে খ. ১৯০৪ সালে
গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৬ সালে
১০. বঙ্গভঙ্গ করেন কোন বড়লাট?
ক. লর্ড রিপন
খ. লর্ড কার্জন
গ. লর্ড মাউন্টব্যাটেন
ঘ. লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.খ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা