এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ধাতু : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ধাতু

১১. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?

ক. বসিয়ে রেখো না

খ. কাজটি ভালো দেখায় না

গ. এখনো সাবধান হও

ঘ. মেয়েটি গান গাচ্ছে

১২. কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?

ক. প্রযোজক ধাতুর খ. কর্মবাচ্যের ধাতুর

গ. নাম ধাতুর ঘ. সাধিত ধাতুর

১৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন

গ. নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলংকরণ

১৪. শব্দ বা ধাতুর যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?

ক. প্রত্যয় খ. সন্ধি

গ. কারক ঘ. সমাস

১৫. নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি?

ক. উক্ত খ. প্রাচ্য

গ. প্রত্যয় ঘ. লয়

১৬. যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি, সেগুলোকে কী বলা হয়?

ক. শব্দমূল খ. ক্রিয়ামূল

গ. বিভক্তি ঘ. প্রকৃতি

১৭. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, তার নাম কী?

ক. কারক খ. বিভক্তি

গ. যতি ঘ. প্রকৃতি

১৮. কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে কী বলে?

ক. ধাতু খ. ক্রিয়া প্রকৃতি

গ. নাম প্রকৃতি ঘ. প্রাতিপদিক

১৯. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক. স্ত্রী প্রত্যয় খ. কৃৎ প্রত্যয়

গ. সংস্কৃত প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়

২০. ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?

ক. উপধা খ. অনুধা

গ. ব্যবধা ঘ. শতধা

সঠিক উত্তর

ধাতু: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)