বরেন্দ্র অঞ্চল - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অধ্যায় ৩ | এসএসসি ২০২৫
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৩২. বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল কোনটি?
ক. হরিকেল খ. তাম্রলিপ্ত
গ. চন্দ্রদ্বীপ ঘ. পুণ্ড্র
৩৩. গৌড়ের রাজধানীর নাম কী?
ক. কর্ণসুবর্ণ খ. গৌড়
গ. বঙ্গ ঘ. পুণ্ড্রনগর
৩৪. কোন রাজাদের শাসনকালে গৌড়ের নামডাক ছিল সবচেয়ে বেশি?
ক. সেন খ. পাল
গ. গুপ্ত ঘ. মৌর্য
৩৫. বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল—
i. বগুড়া
ii. পাবনা ও রাজশাহী
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
ক. হরিকেল খ. পুণ্ড্র
গ. গৌড় ঘ. বঙ্গ
৩৭. চন্দ্রদ্বীপ জনপদটি অন্যান্য জনপদ থেকে আলাদা কেন?
i. নদীতীরবর্তী হওয়ায়
ii. আয়তনের কারণে
iii. সমৃদ্ধ নগরীর জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. কুমিল্লার প্রাচীন নাম কী?
ক. হরিকেল খ. বরেন্দ্র
গ. সমতট ঘ. ত্রিপুরা
৩৯. শালবন বিহারের অবস্থান কোন জনপদের অন্তর্ভুক্ত?
ক. বঙ্গ খ. চন্দ্রদ্বীপ
গ. সমতট ঘ. তাম্রলিপ্ত
৪০. প্রাচীন বাংলার জনপদগুলোর সীমানা পরিবর্তনশীল হওয়ার কারণ কী?
ক. শাসকদের অনৈক্য খ. ক্ষমতার দাপট
গ. বিভিন্ন অঞ্চলের দ্বন্দ্ব ঘ. বিদেশি শক্তির আক্রমণ
৪১. তাম্রলিপ্ত বন্দরটি কোথায় অবস্থিত ছিল?
ক. ভাগীরথীর তীরে খ. গঙ্গার তীরে
গ. রূপনারায়ণের তীরে ঘ. পদ্মার তীরে
৪২. হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল কোন জনপদ?
ক. তাম্রলিপ্ত খ. বরেন্দ্র
গ. নওগাঁ ঘ. সমতট
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. ক ৪১. খ ৪২. ক
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা