সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ১ - মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ
সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে লেখো।
আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে (তাঁকে) নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেল (গেলেন)। হাসপাতালের ডাক্তার বলেছিল (বলেছিলেন), কয়েক দিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা তিন–চার দিন হাসপাতালে ছিল (ছিলেন)। মা হাসপাতালে থেকে নানার সেবা করত (করতেন)।
একদিন বিকেলে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরপরই রোগী আসছে। আর সেখানকার ডাক্তার নার্স সেসব রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে (পড়ছেন)। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছে (বলছেন), ‘তোমরা (আপনারা) এখানে ভিড় করবেন না।’
জাহিদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা