বাংলাদেশের বিভিন্ন খনি - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৫ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৫০. বাংলাদেশে উত্তোলিত ও রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয়, এমন একক বৃহত্তম খনি কোনটি?
ক. মধ্যপাড়ার কঠিন শিলা
খ. বিজয়পুরের কাদামাটি
গ. সুনামগঞ্জের চুনাপাথর
ঘ. রাঙামাটির বেলে পাথর
৫১. কয়লা উৎপাদনে নিচের কোন দেশ প্রথম?
ক. ভারত খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন
৫২. বিশ্বের কত ভাগ তাপ ও শক্তি কয়লা থেকে উৎপন্ন হয়?
ক. ৫০% খ. ৬০%
গ. ৭০% ঘ. ৮০%
৫৩. সৌরশক্তি কী ধরনের সম্পদ?
ক. অনবায়নযোগ্য খ. সীমিত
গ. নবায়নযোগ্য ঘ. সবিরাম
৫৪. বাংলাদেশের প্রথম কয়লাক্ষেত্র কোনটি?
ক. জামালগঞ্জ খ. দিঘীপাড়া
গ. বড় পুকুরিয়া ঘ. খালাসপীর
৫৫. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. নরসিংদী খ. পাবনা
গ. রাঙামাটি ঘ. সিরাজগঞ্জ
৫৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
ক. ব্রোমিন খ. মিথেন
গ. ক্লোরিন ঘ. ফ্লোরিন
৫৭. নিচের কোনটি অধাতব খনিজ নয়?
ক. ম্যাঙ্গানিজ খ. অভ্র
গ. গন্ধক ঘ. গ্রাফাইট
৫৮. বাংলাদেশের অন্যতম জ্বালানি সম্পদ কোনটি?
ক. খনিজ তেল খ. প্রাকৃতিক গ্যাস
গ. কয়লা ঘ. বনের কাঠ
৫৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের কাঁচামাল কোনটি?
ক. আকরিক লোহা খ. তামা
গ. মিথেন ঘ. কয়লা
৬০. বাংলাদেশের কোন জেলায় চীনামাটি রয়েছে?
ক. নেত্রকোনা খ. ময়মনসিংহ
গ. দিনাজপুর ঘ. ফরিদপুর
৬১. বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯৮৬ সালে খ. ১৯৮৮ সালে
গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯১ সালে
৬২. প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
i. সার শিল্পে ii. রং শিল্পে
iii. কীটনাশক শিল্পে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. গ্রাফাইটকে অন্য কী নামে জানা যায়?
ক. কৃষ্ণসিসা খ. গ্যালভানাইজ সিসা
গ. ব্ল্যাক ডায়মন্ড ঘ. তরল সোনা
৬৪. বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়—
i. খনিজ তেল, বায়ুশক্তি
ii. সৌরশক্তি, বায়ুশক্তি
iii. ভূতাপ শক্তি, জৈব গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. বাংলাদেশর প্রধান কয়লাক্ষেত্র কোনটি?
ক. দিঘীপাড়া খ. খালাসীপাড়া
গ. বড়পুকুরিয়া ঘ. জামালগঞ্জ
৬৬. ‘তরল সোনা’ বলা হয় কোনটিকে?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. ভূগর্ভস্থ পানি ঘ. খনিজ তেল
৬৭. গ্রিক শব্দ ‘গ্রাফাইট’ অর্থ কী?
ক. আমি লিখি খ. আমি পড়ি
গ. আমি শিখি ঘ. আমি জানি
৬৮. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?
ক. কয়লা খ. খনিজ তেল
গ. চুনাপাথর ঘ. লৌহ আকরিক
৬৯. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. নরসিংদী খ. পাবনা
গ. রাঙামাটি ঘ. সিরাজগঞ্জ
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৫০. ক ৫১. ঘ ৫২. খ ৫৩. গ ৫৪. ক ৫৫. ক ৫৬. খ ৫৭. ক ৫৮. খ ৫৯. গ ৬০. খ ৬১. ক ৬২. খ ৬৩. ক ৬৪. গ ৬৫. গ ৬৬. ঘ ৬৭. ক ৬৮. খ ৬৯. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা