দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. ঢিল ছুড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে?

ক. বিভবশক্তি খ. তাপশক্তি

গ. শব্দশক্তি ঘ. গতিশক্তি

৩২. একটি বস্তুকে সুতায় বেঁধে উল্লম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?

ক. শূন্য

খ. ধনাত্মক

গ. ঋণাত্মক

ঘ. ধনাত্মক ও ঋণাত্মক

৩৩. কোনো বস্তুর ওপর কখন ঋণাত্মক কাজ হবে?

ক. বস্তুটিতে তাপ দিলে

খ. বস্তুটিতে শক্তি প্রয়োগ করলে

গ. বস্তু থেকে শক্তি সরিয়ে নিলে

ঘ. বস্তুতে শব্দশক্তি দিলে

৩৪. কোনো বস্তুর গতিশক্তি কোনটির ওপর নির্ভর করে?

ক. বেগ ও বলের ওপর

খ. ভর ও বলের ওপর

গ. ভরবেগ ও বলের ওপর

ঘ. ভর ও বেগের ওপর

৩৫. কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি ১৬ গুণ হবে?

ক. ভর আট গুণ, বেগ অর্ধেক

খ. ভর অপরিবর্তিত, বেগ চার গুণ

গ. ভর চার গুণ, বেগ অপরিবর্তিত

ঘ. ভর দ্বিগুণ, বেগ দ্বিগুণ

৩৬. গতির জন্য বস্তুর যে শক্তি হয়, তাকে কী বলে?

ক. গতিশক্তি খ. বিভবশক্তি

গ. স্থিতিজড়তা ঘ. গতিজড়তা

৩৭. নিচের কোনটি বল ও বেগের গুণফল?

ক. শক্তি খ. কাজ

গ. ক্ষমতা ঘ. ভরবেগ

৩৮. বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে?

ক. আট গুণ খ. চার গুণ

গ. দ্বিগুণ ঘ. অর্ধেক

৩৯. কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, তাকে কী বলে?

ক. গতিশক্তি খ. বিভবশক্তি

গ. তাপশক্তি ঘ. বিদ্যুৎশক্তি

৪০. ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর?

ক. ৭০১ মিলিয়ন খ. ৭০২ মিলিয়ন

গ. ৭০৩ মিলিয়ন ঘ. ৭০৪ মিলিয়ন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন