এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুবায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পঠিত বিষয়টি স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টিতে সামাজিক সমস্যার সমাধানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রয়োগ হয়ে থাকে।
৮১. রুবাইয়াতের পঠিত বিষয়টির নাম কী?
ক. সমাজকর্ম খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান
৮২. উক্ত বিষয়ের পরিধিভুক্ত—
i. মাদকাসক্তি নিয়ন্ত্রণ
ii. প্রতিবন্ধী সেবা
iii. সামাজিক পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে জীবনে যেমন যান্ত্রিকতার উৎকর্ষের সৃষ্টি হয়েছে, তেমনি সমাজে সৃষ্টি হয়েছে পারিবারিক ভাঙন, কিশোর অপরাধসহ বহুমাত্রিক সমস্যার।
৮৩. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবিলার জন্য কোন শিক্ষার প্রয়োজন?
ক. সমাজকর্ম খ. আইন
গ. সাংবাদিকতা ঘ. পৌরনীতি
৮৪. সেবাদানকারী প্রতিষ্ঠান ও কর্মীরা—
i. জনগণকে সচেতন করবে
ii. সামঞ্জস্য বিধান সক্ষম করে তুলবে
iii. বহুমাত্রিক ও জটিল সমস্যা চিহ্নিত করে সমাধান করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. আমাদের সমাজ কিসে জর্জরিত?
ক. অশ্লীলতায় খ. অনাচারে
গ. অজ্ঞতায় ঘ. বিভিন্ন সমস্যায়
৮৬. সমাজের সব স্তরেই কোনটির কার্যক্রম বিস্তৃত?
ক. সমাজকর্মের
খ. মনোবিজ্ঞানের
গ. অর্থনীতির
ঘ. ইতিহাসের
৮৭. NASW গঠন করা হয় কবে?
ক. ১৯৫৫ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৮৩ সালে
৮৮. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?
ক. মনোবল সৃষ্টিতে
খ. প্রেরণা জোগাতে
গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়
ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে
৮৯. সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণে নিচের কোন বিষয়টি কার্যকর ভূমিকা পালন করে?
ক. সমাজবিজ্ঞান খ. মনোবিজ্ঞান
গ. জনবিজ্ঞান ঘ. সমাজকর্ম
৯০. ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?
ক. Marry Richmond
খ. W A Friedlander
গ. Skidmotu and thackery
ঘ. Herbert Spenser
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮১.ক ৮২.ঘ ৮৩.ক ৮৪.ঘ ৮৫.ঘ ৮৬.ক ৮৭.ক ৮৮.খ ৮৯.ঘ ৯০.ক
কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা