অষ্টম শ্রেণি – বাংলা | ব্যাকরণ - ধ্বনি ও বর্ণ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

ধ্বনি ও বর্ণ

১১. উচ্চারণস্থানের নাম অনুসারে ও, ঔ- কে কী বলা হয়?

ক. ওষ্ঠ্য বর্ণ খ. মূর্ধন্য বর্ণ

গ. দন্ত্ম্য বর্ণ ঘ. কণ্ঠৌষ্ঠ্য বর্ণ

১২. নিচের কোনটি অ-এর স্বাভাবিক উচ্চারণের উদাহরণ?

ক. গয়না খ. অভিধান

গ. অতি ঘ. অতনু

১৩. ‘অ’ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?

ক. অতি খ. অভিধান

গ. অকাল ঘ. অতনু

১৪. নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?

ক. অকাল খ. শপথ

গ. গয়না ঘ. নদী

১৫. নিচের কোন শব্দে ‘এ’ এর সংবৃত উচ্চারণ হয়েছে?

ক. কেক খ. এক

গ. একটি ঘ. মেয়ে

১৬. ‘ঞ’ এর উচ্চারণ কয় রকমের হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৭. পদের মধ্যে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয়, এর উদাহরণ কোনটি?

ক. আত্মীয় খ. শ্মশান

গ. স্মরণ ঘ. স্মৃতি

১৮. নিচের কোন শব্দে ম-এর উচ্চারণ বজায় থাকে?

ক. পদ্ম খ. বিস্ময়

গ. বাগ্মী ঘ. রশ্মি

১৯. সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে— এরূপ শব্দ কোনটি?

ক. ক্বচিত্ খ. দিগ্বিজয়

গ. পক্ব ঘ. স্বজন

২০. ‘অশ্ব’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক. অশেশা খ. ওশেশা

গ. অশ্শ ঘ. অশেসা

সঠিক উত্তর

ধ্বনি ও বর্ণ: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক , আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা