পৌরনীতি ও নাগরিকতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. কোনটি কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি?

ক. স্বাধীনতা খ. সাম্য

গ. অধিকার ঘ. আইন

১২. কোনটি মানুষের বাহ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে?

ক. স্বাধীনতা খ. আইন

গ. নৈতিকতা ঘ. সাম্য

১৩. আইন কিসের রক্ষক হিসেবে কাজ করে?

ক. সরকারের খ. রাষ্ট্রের

গ. ব্যক্তিস্বাধীনতার ঘ. জনগণের

১৪. কোনটিকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয়?

ক. আইনকে খ. সরকারকে

গ. রাষ্ট্রকে ঘ. প্রশাসনকে

১৫. আইনের মূল কথার মধ্যে কোন বিষয়টি ফুটে ওঠে?

ক. সাম্প্রদায়িকতা খ. সর্বজনীন

গ. আভিজাত্য ঘ. পক্ষপাতিত্ব

১৬. নাগরিকদের জন্য আইন প্রণয়ন করে কোনটি?

ক. আমলারা খ. সচিবালয়

গ. মন্ত্রণালয় ঘ. আইনসভা

১৭. দেশের আইন প্রয়োগ করে কোনটি?

ক. আইন বিভাগ খ. নির্বাহী বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. সামরিক বাহিনী

১৮. আইনকে পরিবর্তনশীল হতে হবে—

i. দেশভেদে

ii. কালভেদে

iii. সময়ভেদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. আইনের শাসন বলতে বোঝায়—

i. আইনের দৃষ্টিতে সবাই সমান

ii. প্রভাবশালী ব্যক্তিরা আইনের ঊর্ধ্বে

iii. সবাই সমানভাবে আইনের অধীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ফৌজদারি আইন প্রণয়ন করা হয় কেন?

ক. রাষ্ট্রের বিচারকাজ পরিচালনার জন্য

খ. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য

গ. প্রশাসনিক কাজ পরিচালনার জন্য

ঘ. অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা