একাদশে ভর্তির চূড়ান্ত পর্যায়ের ফল প্রকাশ, ভর্তিচ্ছুদের জন্য জরুরী কিছু নির্দেশনা
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তৃতীয় ও সর্বশেষ পর্যায়ের ফল প্রকাশিত হলো আজ শনিবার রাত ৮ টায়। ৩য় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা আগামীকাল রোববার ২৪ সেপ্টেম্বর থেকে আগামী পরশুদিন তথা সোমবার ২৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
শিক্ষার্থীকে অনলাইনে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন ফির ৩৩৫ টাকা জমা দিতে হবে ৭টি মোবাইল ব্যাংকিং অপারেটরের যেকোনো একটির মাধ্যমে। মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো হলো:
বিকাশ
নগদ
রকেট
সোনালী ব্যাংক
উপায়
ট্যাপ
ওকে ওয়ালেট
উল্লেখ্য রেজিস্ট্রেশন ফির ৩৩৫ টাকার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ অন্তর্ভুক্ত নয়।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
৩য় ও সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল: ২৩ সেপ্টেম্বর ২০২৩, রাত ৮টা
৩য় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন: ২৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩, রাত ১২টা পর্যন্ত
ভর্তি: ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৩
ক্লাস শুরু: ৮ অক্টোবর ২০২৩
জেনে রাখুন
২৮ সেপ্টেম্বর ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে অনলাইনে সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে
৩য় পর্যায়ের প্রাথমিক নিশ্চায়ন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে ব্যর্থ হলে শিক্ষার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে ফলফল ক্ষুদে বার্তা আকারে পৌছে যাবে।
ভর্তির জন্য নির্ধারিত তারিখে শিক্ষার্থীকে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত ফি জমা দিয়ে ভর্তি হওয়ার মাধ্যমে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
নিশ্চায়ন কিংবা অনলাইন আবেদনের ক্ষেত্রে যেকোনো প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করা যাবে হেল্প লাইন ও শিক্ষাবোর্ডের নিম্নোক্ত মোবাইল নম্বরে:
হেল্প লাইন:
01785-278205
01304-732196
01305-703874
01788-612664
ঢাকা বোর্ড:
01757999895
01712114424
01627761515
01758800645
01534294646
01959104033
01962852323
01776766487
01610304137
01600114968
01820574439
01975596559
কুমিল্লা বোর্ড:
01819993453
01715377917
রাজশাহী বোর্ড:
01737704741
01511099131
01935177307
01834231814
01676455685
01723665413
01912215414
01754121210
যশোর বোর্ড:
01712288890
01689087339
01733222015
01710903444
01873356756
চট্টগ্রাম বোর্ড:
01881872472
01537304968
01991946714
01875158483
01810126174
01670326824
বরিশাল বোর্ড:
01796543853
01715848271
01714775150
01716886576
সিলেট বোর্ড:
01733377760
01733377761
01733377762
দিনাজপুর বোর্ড:
01722608157
01734935778
01534923749
মাদরাসা বোর্ড:
01776771224
01797767754
01751877677
ভর্তি বিষয়ক যেকোনো তথ্যের জন্য ওয়েবসাইট: xiclassadmission.gov.bd