গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৭)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

270 + 370 কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?

সমাধান:

এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের ছোট একটি উপপাদ্য সম্পর্কে জানতে হবে। তাহলে চলো জেনে নিই উপপাদ্যটি।

ফার্মার ছোট উপপাদ্য (Fermat’s Little Theorem):

যদি p একটি মৌলিক সংখ্যা এবং a যেকোনো অখণ্ড সংখ্যা হয়। তাহলে, (ap­ – p) সর্বদা p দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ।

মডুলার অ্যারিথমেটিক নোটেশনে প্রকাশ করে পাই— ap­ ≡ a (mod p)

মূল সমস্যা:

ফার্মার উপপাদ্য অনুযায়ী পাই— 213 ≡ 2 (mod 13)

⟹ 212 ≡ 1 (mod 13)

⟹ (212)5 ≡ 1 (mod 13)

⟹ 260 ≡ 1 (mod 13)

যেহেতু 25 ≡ 6 (mod 13), সেহেতু 210 ≡ –3 (mod 13)

∴ 270 ≡ –3 (mod 13) … … … (i)

আবার, 33 ≡ 1 (mod 13)

⟹ (33)23 ≡ 1 (mod 13)

⟹ 369 ≡ 1 (mod 13)

∴ 370 ≡ 3 (mod 13) … … … (ii)

(i) ও (ii) যোগ করে পাই— 270 + 370 ≡ –3 + 3­­ (mod 13)

⟹ 270 + 370 ≡ 0­­ (mod 13)

সুতরাং, 270 + 370 কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে।

আরও পড়ুন