অধ্যায় ২
৭১. কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২১ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
৭২. নিচের কোন দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়?
ক. ২১ মার্চ খ. ২২ মে
গ. ২১ জুন ঘ. ২৩ ডিসেম্বর
৭৩. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১৩ লাখ খ. ১৪ লাখ
গ. ১৫ লাখ ঘ. ১৫ কোটি
৭৪. পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭৫. পৃথিবীতে ঋতু পরিবর্তনের কয়টি কারণ রয়েছে?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৭৬. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৬টি
৭৭. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২৩ এপ্রিল
গ. ২১ জুন ঘ. ২২ সেপ্টেম্বর
৭৮. কবে সূর্যের উত্তরায়ণের শেষ দিন?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
৭৯. ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে?
ক. শীতকাল খ. গ্রীষ্মকাল
গ. শরৎকাল ঘ. বসন্তকাল
৮০. ২৩ সেপ্টেম্বর উত্তর গোলার্ধকে কী বলা হয়?
ক. উত্তরায়ণ খ. অধিবর্ষ
গ. বাসন্ত বিষুব ঘ. শারদ বিষুব
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭১.ঘ ৭২.ক ৭৩.ক ৭৪.ক ৭৫.গ ৭৬.গ ৭৭.গ ৭৮.খ ৭৯.খ ৮০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা