বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে মাস্টার অব ল’ (এলএলএম প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৪ সেশনে মাস্টার অব ল’ (এলএলএম প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি, এইচএসসি, এলএলবি (সম্মান) সব মিলিয়ে কমপক্ষে ৭ পয়েন্ট থাকতে হবে এবং অবশ্যই এলএলবি ডিগ্রি থাকতে হবে। ভর্তির জন্য প্রার্থীকে ৭০ নম্বরের একটি লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের একটি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বাকি ২০ নম্বর এসএসসি, এইচএসসি ও এলএলবির ফলাফল থেকে সমন্বয় করা হবে।

জেনে রাখুন

  • কোর্সের মেয়াদ: ১ বছর

  • মোট ক্রেডিট: ৩৬

  • ভর্তির আবেদন ফি: ১০০০ টাকা

  • ভর্তি পরীক্ষায় লিখিত থাকবে ২০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে থাকবে ৫০ নম্বর।

  • ভর্তি পরীক্ষার সময় কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবেনা।

  • ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ: ০১৬১২১৫৫১৯২, এক্সটেনশন: ২০১৭

  • অনলাইনে ভর্তির আবেদন করতে ভিজিট করুন: admission.bup.edu.bd

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৩

  • প্রবেশপত্র ডাউনলোড: ২২-২৩ নভেম্বর ২০২৩

  • লিখিত পরীক্ষার তারিখ: ২৫ নভেম্বর ২০২৩

  • মৌখিক পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৩

  • ক্লাস শুরু: ৫ জানুয়ারি ২০২৪

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: bup.edu.bd

১ / ২