অধ্যায় ৫
৪৩. সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
ক. পাওয়ারপয়েন্ট
খ. এমএস ওয়ার্ড
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. স্কাইপে
৪৪. প্রেজেন্টেশনের একেকটি অংশকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউটস খ. স্লাইড
গ. প্রেজেন্টেশন ঘ. লে-আউট
৪৫. প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?
ক. ২ খ. ৫
গ. ১০ ঘ. একাধিক
৪৬. পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউটস খ. লে-আউট
গ. স্লাইড ঘ. স্ট্রোক
৪৭. পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কী বলে?
ক. স্লাইড
খ. ফিল
গ. স্লাইড লে-আউট ঘ. হ্যান্ড আউট
৪৮. প্রেজেন্টেশন বলা হয় কাকে?
ক. প্রতিটি প্রেজেন্টেশনের অংশকে
খ. পৃষ্ঠাকে
গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে
ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে
৪৯. কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
ক. মেনু বার খ. স্টার্ট বোতাম
গ. অল প্রোগ্রাম ঘ. এন্টার বোতাম
৫০. পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে-আউটে
খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেনু বারে
৫১. পাওয়ারপয়েন্টের Slide-এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?
ক. থাম্বনেইল ভিউয়ে
খ. প্যালেটে
গ. স্নাইড লে-আউটে
ঘ. হ্যান্ড আউটে
৫২. Save কমান্ড কোন মেনুতে থাকে?
ক. এডিট খ. ফাইল
গ. টুলস ঘ. টেবিল
৫৩. প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
ক. ওপেন
খ. ফাইল মেনুর Save
গ. এডিট মেনুর save as
ঘ. Ctrl + O
৫৪. Save As ডায়ালগ বক্সের কোথায় ফাইলের নাম লিখতে হয়?
ক. save name খ. slide layout
গ. File name ঘ. save as
৫৫. স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন—
i. স্লাইডে খোলা ও সিলেক্টেড রাখা
ii. স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া
iii. Design মেনুতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. পাওয়ারপয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হয়?
ক. Home খ. Edit
গ. Insert ঘ. Format
৫৭. নতুন স্লাইড যুক্ত করার কিবোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + N খ. Ctrl + M
গ. Ctrl + O ঘ. Shift + M
৫৮. কোনো স্লাইড মুছে ফেলার জন্য কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Exit খ. Reset
গ. Cancel ঘ. Delete
৫৯. স্লাইড ট্রানজিশনের নমুনা দেখতে হলে—
i. Animations মেনুতে যেতে হবে
ii. ট্রানজিশন নমুনার তির চিহ্নের ব্যবহার করতে হবে
iii. Apply to All বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
ক. F1 খ. F4
গ. F12 ঘ. F5
৬১. প্রেজেন্টেশনের জন্য view মেনুর রিবন থেকে কোন অপশনটি select করতে হয়?
ক. Slide show খ. slide
গ. F5 ঘ. Animation
৬২. স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Esc খ. Enter
গ. backspace
ঘ. Tab
৬৩. কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
ক. নিস্ক্রিয় স্লাইডে খ. ১ম স্লাইডে
গ. সক্রিয় স্লাইডে ঘ. শেষ স্লাইডে
৬৪. Design মেনুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?
ক. Format
খ. slide show
গ. Background style
ঘ. Transition sound
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪৩. ক ৪৪. খ ৪৫. ঘ ৪৬. ক ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. খ ৫১. ক ৫২. খ ৫৩. খ ৫৪. গ ৫৫. খ ৫৬. খ ৫৭. খ ৫৮. ঘ ৫৯. ক ৬০. ঘ ৬১. ক ৬২. ক ৬৩. গ ৬৪. গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা