অধ্যায় ৮
১. পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?
ক. মাস খ. রিব
গ. প্লেট ঘ. প্রোটোডার্ম
২. গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কোনটি?
ক. মূলরোম খ. মজ্জা
গ. ত্বক ঘ. ফ্লোয়েম
৩. নিচের কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান?
ক. শসা খ. কচু
গ. বেগুন ঘ. মরিচ
৪. নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান?
ক ট্রাকিড খ. ভেসেল
গ. ফাইবার ঘ. সিভনল
৫. কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন ধরনের?
ক. অরীয় খ. সমদ্বিপার্শ্বীয়
গ. হ্যাড্রোসেন্ট্রিক ঘ. লেপ্টোসেন্ট্রিক
৬. কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়?
ক. মাস খ. প্রাইমারি
গ. প্লেট ঘ. রিব
৭. নিচের কোনটিতে প্লেট ভাজক টিস্যু দেখা যায়?
ক. পাতায় খ. কাণ্ডে
গ. ভ্রূণে ঘ. শস্যে
৮. তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?
ক. রিব ভাজক টিস্যু খ. মাস ভাজক টিস্যু
গ. প্লেট ভাজক টিস্যু ঘ. নিবেশিত ভাজক টিস্যু
৯. মূলের বহিঃত্বককে কী বলে?
ক. এপিডার্মিস খ. এন্ডোডার্মিস
গ. হাইপোডার্মিস ঘ. এপিব্লেমা
১০. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?
ক. Gnetum খ. Cycas
গ. Pteris ঘ. Selaginella
১১. কোন উদ্ভিদে পানিথলে দেখা যায়?
ক. স্থলজ খ. জলজ
গ. মরুজ ঘ. বরফ
১২. প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?
ক. ত্বক খ. শাখা
গ. পাতা ঘ. মুকুল
১৩. কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?
ক. বহিঃত্বকে খ. অধঃত্বকে
গ. অন্তঃত্বকে ঘ. পরিচক্রে
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা