শিখন অভিজ্ঞতা ৩
২১. প্রশ্ন: উদ্ভিদের কোন অংশে ডিম্বাণু থাকে?
উত্তর: গর্ভাশয়ে।
২২. প্রশ্ন: স্ব-পরাগায়ন কী?
উত্তর: একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলে যখন পরাগায়ন ঘটে, সেটি হলো স্ব-পরাগায়ন।
২৩. প্রশ্ন: নিষেক কী?
উত্তর: নিষেক হলো পরাগরেণু ও ডিম্বাণুর মিলন।
২৪. প্রশ্ন: নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?
উত্তর: ডিম্বাণু।
২৫. প্রশ্ন: কোন উদ্ভিদগুলো বীজে খাদ্য সঞ্চয় করে?
উত্তর: শিমের বীজ, চাল, বাদাম ইত্যাদি।
২৬. প্রশ্ন: মূলে খাদ্য সঞ্চয় করে এমন উদ্ভিদ কী কী?
উত্তর: মিষ্টি আলু, মুলা ও গাজর।
২৭. প্রশ্ন: আদা কোন অঙ্গে খাদ্য সঞ্চয় করে?
উত্তর: কাণ্ডে।
২৮. প্রশ্ন: ফুলকপি ও ব্রকলি মূলত কী?
উত্তর: ফুল।
২৯. প্রশ্ন: পৃথিবীতে কত প্রজাতির প্রাণী রয়েছে?
উত্তর: প্রায় ১৫ লাখ প্রজাতির।
৩০. প্রশ্ন: মেরুদণ্ড থাকা না থাকার ভিত্তিতে প্রাণীকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: ২ ভাগে।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা