দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. 60kg ভরের একজন দৌড়বিদের বেগ 7ms-1 হলে, গতিশক্তি কত জুল?

ক. 100 খ. 1470

গ. 1875 ঘ. 1911

২২. বিভব শক্তির একক কী?

ক. জুল খ. ওয়াট

গ. প্যাসকেল ঘ. নিউটন

২৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. ইথেন খ. অকটেন

গ. বিউটেন ঘ. মিথেন

২৪. 40kg ভরের এক বালক 12s-16m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট?

ক. 20 খ. 32.66

গ. 196 ঘ. 784

২৫. যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?

ক. তড়িৎ মোটর খ. জেনারেটর

গ. ডায়নামো ঘ. রূপান্তরিক

২৬. কোনো ব্যক্তি একটি বিন্দু থেকে বৃত্তাকার পথে যাত্রা শুরু করে কিছুক্ষণ পর আবার একই বিন্দুতে ফিরে এলে কৃত কাজ কত হবে?

ক. ধনাত্মক

খ. ঋণাত্মক

গ. ধনাত্মক ও ঋণাত্মক কাজ

ঘ. শূন্য

২৭. 10kg ভরের বস্তুর ওপর 10N বল প্রয়োগ করায় বস্তুটির বলের দিকে 10m সরণ ঘটল। এতে কৃত কাজের পরিমাণ কত জুল?

ক. 1 খ. 10

গ. 100 ঘ. 1000

২৮. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

ক. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

খ. সিঁড়ি দিয়ে ওপরে ওঠা

গ. সমতল পথে হাঁটা

ঘ. গাছ থেকে নিচে নামা

২৯. নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ?

ক. গতিশক্তি খ. রাসায়নিক শক্তি

গ. চৌম্বক শক্তি ঘ. তড়িৎ শক্তি

৩০. কোনটি বহুদিনের সঞ্চিত সৌরশক্তি?

ক. বায়ু খ. তাপমাত্রা

গ. সৌরকোষ ঘ. প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা