অধ্যায় ১
৩১. ব্যাসিলাস ব্যাকটেরিয়া কোন আকারের?
ক. গোলাকার খ. লম্বা দণ্ডাকার
গ. কমার মতো ঘ. প্যাঁচানো
৩২. ব্যাসিলাস ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে?
ক. রক্ত আমাশয় খ. হাম
গ. সর্দি ঘ. টাইফয়েড
৩৩. মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?
ক. কক্কাস খ. ব্যাসিলাস
গ. কমা ঘ. স্পাইরিলাম
৩৪. প্যাঁচানো আকৃতির ব্যাকটেরিয়াকে কী বলে?
ক. কক্কাস খ. ব্যাসিলাস
গ. কমা ঘ. স্পাইরিলাম
৩৫. ব্যাকটেরিয়ার সাহায্যে প্রস্তুতকৃত খাবার কোনটি?
ক. চা খ. কফি
গ. মিষ্টি ঘ. দই
৩৬. মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে কোনটি?
ক. ভাইরাস খ. শৈবাল
গ. ব্যাকটেরিয়া ঘ. ছত্রাক
৩৭. ভাইরাসের বৈশিষ্ট্য হলো—
i. এরা অকোষীয়
ii. এদের কোষপ্রাচীর নেই
iii. কোষ অতি আণুবীক্ষণিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. মানবদেহে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে—
i. বসন্ত
ii. হাম
iii. সর্দি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. লম্বা দণ্ডের ন্যায় আকৃতিবিশিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্টি হয়—
i. কলেরা
ii. ধনুষ্টংকার
iii. রক্ত আমাশয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. অন্তঃপরজীবী হিসেবে বাস করে—
i. ব্যাকটেরিয়া
ii. ভাইরাস
iii. উকুন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ক
এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা