নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | কাকতাড়ুয়া : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

কাকতাড়ুয়া

২১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কাদের পুরো পরিবার চলে যাচ্ছে?

ক. রানিদের খ. ফুলকলিদের

গ. কুন্তিদের ঘ. নোলক বুয়ার

২২. বুধা কার কাছ থেকে গণকবর সম্পর্কে জেনেছে?

ক. মতিউরের খ. সালাম চাচার

গ. শাহাবুদ্দিনের ঘ. হাবিব ভাইয়ের

২৩. গাঁয়ে মোট কতবার মৃত্যুর উৎপাত ঘটেছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আহাদ মুন্সি কিসের চেয়ারম্যান?

ক. গ্রামের ইউনিয়নের

খ. শান্তি কমিটির

গ. রাজাকারদের

ঘ. মহুয়া কমিটির

২৫. বুধার হাসিতে কিসের ফুল ফোটে?

ক. চাঁদের খ. জোছনার

গ. তারার ঘ. আলোর

আরও পড়ুন

২৬. ‘তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে’—এখানে কার কথা বলা হয়েছে?

ক. আলির খ. ফুলকলির

গ. বুধার ঘ. কুন্তির

২৭. ‘এই শুয়োরের বাচ্চা, ওঠ।’— কথাটি কে বলে?

ক. শাহাবুদ্দিন খ. আলি

গ. আহাদ মুন্সি ঘ. মতিউর

২৮. রানি বুধাকে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করে কেন?

ক. মিলিটারির গুলির ভয়ে

খ. অসুখ করতে পারে বলে

গ. রোদে পোড়ার ভয়ে

ঘ. রানির ভালো লাগে না বলে

২৯. ‘বুধা—হাত ধরে টানে। দুজনে সবার চোখ এড়িয়ে পথে নামে।’—শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে?

ক. ফুলকলির খ. কুন্তির

গ. আতা ফুপুর ঘ. মিঠুর

৩০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মুক্তিযোদ্ধা কমান্ডার কে?

ক. আলি খ. মিঠু

গ. বুধা ঘ. শাহাবুদ্দিন

সঠিক উত্তর

সহপাঠ: কাকতাড়ুয়া: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন