অধ্যায় ১
৩১. কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৭৬৩ সালে খ. ১৭৬৪ সালে
গ. ১৭৬৫ সালে ঘ. ১৭৬৬ সালে
৩২. কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়কারী ঘোষণা করতে বাধ্য হন?
ক. শাহ সুজা খ. আলীবর্দী খান
গ. সিরাজউদ্দৌলা ঘ. দ্বিতীয় শাহ আলম
৩৩. সিপাহি বিদ্রোহের আরেক নাম কী?
ক. সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রাম
খ. ব্রিটিশবিরোধী লড়াই
গ. কোম্পানিবিরোধী লড়াই
ঘ. কৃষক বিদ্রোহ
৩৪. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৬৫ সালে
গ. ১৭৮৫ সালে ঘ. ১৭৯৩ সালে
৩৫. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে?
ক. অ্যালান অক্টাভিয়ান হিউম
খ. লর্ড কার্জন
গ. উমেশচন্দ্র ব্যানার্জি
ঘ. বালগঙ্গাধর তিলক
৩৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক. ফিরোজশাহ মেহতা
খ. গোপালকৃষ্ণ গোখলে
গ. উমেশচন্দ্র ব্যানার্জি
ঘ. রাসবিহারী বসু
৩৭. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটি?
ক. রাজনৈতিক খ. প্রশাসনিক
গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়
৩৮. কে বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
ক. চার্লস গ্রান্ট খ. লর্ড কার্জন
গ. লর্ড মিন্টো ঘ. লর্ড চেমসফোর্ড
৩৯. বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন কে?
ক. এন্ড্রু ফ্রেজার
খ. লর্ড ডাফরিন
গ. ব্যামফিল্ড ফুলার
ঘ. লর্ড হার্ডিঞ্জ
৪০. বঙ্গভঙ্গের কারণে কারা খুশি হয়েছিলেন?
ক. কলকাতার জনগণ
খ. কলকাতার ব্যবসায়ীরা
গ. পূর্ব বাংলার মানুষ
ঘ. উড়িষ্যার জমিদাররা
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.খ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা