রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য আর এক সপ্তাহ সময় রয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবষে৴ প্রথমবষ৴ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভতি৴র আবেদন করার জন্য সময় আছে আর মাত্র ৭ দিন। গত ১৫ মার্চ শুরু হয়ে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

∎ আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।

ভতি৴ আবেদনের যোগ৵তা:

∎ ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা–ইন–কমাস৴, বিএফএ (প্রাক্‌), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোডে৴র অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভতি৴ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

∎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

∎ বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনো সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ৵ হবে। তবে তাদের মার্কশিট থাকতে হবে।

প্রাথমিক আবেদনকারীদের মধ৵ থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২,০০০ জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভতি৴ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা:

প্রথম দফা: ০৯–০৪–২০২৩ থেকে ১৪–০৪–২০২৩ পর্যন্ত,

দ্বিতীয় দফা: ১৭–০৪–২০২৩ থেকে ১৯–০৪–২০২৩ পর্যন্ত,

তৃতীয় দফা: ২৬–০৪–২০২৩ থেকে ২৯–০৪–২০২৩ পর্যন্ত,

চতুর্থ দফা: ০১–০৫–২০২৩ থেকে ০২–০৫–২০২৩ পর্যন্ত।

আরো বিস্তারিত জানতে ওয়েবসাইট: ru.ac.bd

আরও পড়ুন
আরও পড়ুন