অধ্যায় ৩
১. দেওয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়?
ক. শ্রেণিকক্ষে খ. মাঠে
গ. পর্বতে ঘ. বাজারে
২. মূল মধ্যরেখা থেকে ৫ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?
ক. ১৬ খ. ২০
গ. ২৪ ঘ. ২৮
৩. মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি?
ক. Map খ. Mep
গ. Mat ঘ. Ment
৪. Mappa শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. উর্দু
গ. ল্যাটিন ঘ. স্প্যানিশ
৫. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ
করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক. ভূ–সংস্থানিক মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. দেওয়াল মানচিত্র
ঘ. ভূ–চিত্রাবলি মানচিত্র
৭. বাংলাদেশে সাধারণত কোন স্কেল অনুসরণ করা হয়?
ক. ব্রিটিশ স্কেল খ. আমেরিকান স্কেল
গ. ফরাসি স্কেল ঘ. জাপানি স্কেল
৮. স্থান অনুযায়ী জনসংখ্যা দেখানো হয় কোন ধরনের মানচিত্রে?
ক. ভূতাত্ত্বিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. বণ্টন
৯. কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?
ক. GPS খ. GIS
গ. Are-Info ঘ. Are-View
১০. আমাদের পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দ্বারা ভাগ করা হয়েছে?
ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি
গ. ২৬০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা