পরিচ্ছেদ ১৬
১. একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কী বলে?
ক. ক্রমবাচক খ. পূরণবাচক
গ. সংখ্যাবাচক ঘ. তারিখবাচক
২. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ?
ক. পেহলা খ. সাত
গ. সতেরো ঘ. দ্বি
৩. যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. সাংখ্য শব্দ খ. সংখ্যাবাচক শব্দ
গ. শব্দের সংখ্যা ঘ. সাংখ্যপদ
৪. কোন সংখ্যাগুলোর পূর্ণ ও সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যাশব্দ দুই রকম?
ক. ১ থেকে ১০ খ. ১১ থেকে ১৮
গ. ১১ থেকে ১৯ ঘ. ১ থেকে ৯৯
৫. কোন সংখ্যাগুলোর সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু ‘তম’ প্রত্যয় যোগ হয়?
ক. ১ থেকে ১৯ খ. ১১ থেকে ৪৯
গ. ১১ থেকে ৯৯ ঘ. ১৯ থেকে ৯৯
৬. নারীবাচক রূপের ব্যবহার আছে কোন ধরনের সংখ্যাশব্দে?
ক. সাধারণ পূরণবাচক খ. তারিখবাচক
গ. ক্রমবাচক ঘ. ভগ্নাংশবাচক
৭. এক এককের চার ভাগের এক ভাগকে কী বলা হয়?
ক. চৌথা খ. তেহাই
গ. আধা ঘ. পৌনে
৮. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার
৯. ‘চৌঠা’ কোন ধরনের শব্দ?
ক. পরিমাণবাচক খ. অঙ্কবাচক
গ. তারিখবাচক ঘ. পূরণবাচক
১০. ‘আঠারো’ কী ধরনের সংখ্যাশব্দ?
ক. ক্রমবাচক খ. পূরণবাচক
গ. তারিখবাচক ঘ. ভগ্নাংশবাচক
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৬: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা