বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১২
[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪, পর্ব-৫,পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮ , পর্ব-৯ ,পর্ব-১০ ও পর্ব-১১) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোতে আমরা বাংলা বইয়ের সবগুলো অধ্যায় ও উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি]
বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের অন্তর্গত ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন ও সন্ধি থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
A. ৮টি
B. ১০টি
C. ৯টি
D. ১১টি
২. কোনগুলো বর্গীয় বর্ণ নয়?
A. চ, ছ, জ,ঝ,ঞ
B. ত, থ, দ, ধ, ন
C. ট, ঠ, ড, ঢ, ণ
D. য, র, ল, শ, ষ
৩. বাক্যতত্ত্বের অপর নাম কী?
A. শব্দক্রম
B. ধ্বনিক্রম
C. পদক্রম
D. অর্থক্রম
৪. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
A. ৭টি
B. ৮টি
C. ৯টি
D. ১০টি
৫. বাংলা বর্ণমালার ‘পরাশ্রয়ী’ বর্ণ কয়টি?
A. ২টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি
৬. কোনটি যুগ্ম স্বরধ্বনি?
A. উ
B. ঋ
C. এ
D. ঐ
৭. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
A. ফলা
B. কার
C. অক্ষর
D. ধ্বনিমূল
৮. তালব্য ও নাসিক্য বর্ণ কোনটি?
A. ঙ
B. ঞ
C. গ
D. ম
৯. কোনটি মৌলিক স্বরধ্বনি?
A. ঔ
B. ই
C. ঐ
D. সব কটি
১০. কোনটি ‘বিষমীভবন’-এর উদাহরণ?
A. লাফ>ফাল
B. লাল > নাল
C. কবাট>কপাট
D. লগ্ন>লগ্গ
১১. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
A. স্ত্রী > ইস্ত্রী
B. স্বপ্ন > স্বপন
C. ভাগ্য > ভাইগ্য
D. পূজা > পূজো
১২. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
A. বড়দাদা > বড়দা
B. কিছু > কিচ্ছু
C. পিশাচ > পিচাশ
D. মুক্তা > মুকুতা
১৩. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
A. সমীভবন
B. বিষমীভবন
C. অসমীভবন
D. পরাগত
১৪. ‘স্কুল > ইসকুল’, ‘প্রীতি > পিরিতি’। এ ধরনের পরিবর্তনকে কী বলে?
A. স্বরযুক্তি
B. স্বরবিচ্ছেদ
C. বর্ণাগম
D. স্বরাগম
১৫. তত্ + হিত > তদ্ধিত। এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া?
A. সমপ্রকর্ষ
B. বিষমীভবন
C. স্বরসঙ্গতি
D. সমীভবন
১৬. ‘ষোড়শ’–এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. ষ্ট + অশ
B. ষ্ট + দশ
C. ষট্ + অশ
D. ষট্ + দশ
১৭. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
A. বৃহদংশ
B. জাত্যাভিমান
C. আদ্যান্ত
D. শিরোচ্ছেদ
১৮. সন্ধিতে ঃ (বিসর্গ) লুপ্ত হয়ে কী হয়?
A. য, স
B. র, স
C. য, শ
D. ম, প
১৯. ‘যশোলাভ’–এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. যশঃ+লাভ
B. যশ + লাভ
C. যশো + লাভ
D. যশ + অ+ লাভ
২০. ‘প্রিয়ংবদা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. প্রিয়ম্ + বদা
B. পিয়ং + বদা
C. প্রিয়ত্ + বদা
D. প্রিয়ঃ + বদা
আগামী পর্বে থাকবে: সমাস
সঠিক উত্তর
1| B. ১০টি, 2| D. য, র, ল, শ, ষ, 3| C. পদক্রম, 4| A. ৭টি, 5| B. ৩টি 6| D. ঐ 7| A. ফলা, 8| B. ঞ, 9| B. ই, 10| B. লাল > নাল, 11| C. ভাগ্য > ভাইগ্য, 12| C. পিশাচ > পিচাশ, 13| B. বিষমীভবন, 14| D. স্বরাগম, 15| D. সমীভবন 16| B. ষট্ + দশ, 17| A. বৃহদংশ, 18 | B. র, স, 19| A. যশঃ+লাভ, 20| A. প্রিয়ম্ + বদা
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা