অষ্টম শ্রেণি – বাংলা | ব্যাকরণ - ধ্বনি ও বর্ণ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
ধ্বনি ও বর্ণ
১. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ খ. চার
গ. তিন ঘ. দুই
২. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ খ. ই
গ. ঐ ঘ. ঊ
৪. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক. শব্দ খ. বর্ণ
গ. বাক্য ঘ. পদ
৫. বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে কয়টি?
ক. ৭টি খ. ১১টি
গ. ৩৯টি ঘ. ৫০টি
৬. বাংলা বর্ণমালায় কার-চিহ্ন কয়টি?
ক. ৭টি খ. ৮টি
গ. ৯টি ঘ. ১০টি
৭. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ খ. আ
গ. ই ঘ. ঈ
৮. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. অর্ধরূপ
গ. অপূর্ণরূপ ঘ. ফলা
৯. ব্যঞ্জনবর্ণের ফলা-চিহ্ন কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১০. নিচের কোনটি তালব্য বর্ণের উদাহরণ?
ক. ক খ. ট
গ. ত ঘ. চ
সঠিক উত্তর
ধ্বনি ও বর্ণ: ১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ঘ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা