বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৭১. Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?

ক. ছবি মুছে ফেলা খ. ছবি যোগ করা

গ. ছবি সরানো ঘ. ছবি পাঠানো

৭২. ট্রানজিশন মূলত কী?

ক. স্লাইড খ. ইফেক্ট

গ. Hand out ঘ. ভিডিও

৭৩. প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?

ক. প্রথম স্লাইডে

খ. যে slideটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়

গ. ছবি ব্যবহারের স্লাইডে

ঘ. যে slide-এ কোনো text যুক্ত থাকে না

৭৪. Slide-এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে?

ক. Format খ. Window

গ. Design ঘ. Animations

৭৫. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হবে?

ক. Apply

খ. All

গ. Apply to All

ঘ. All transition Apply

আরও পড়ুন

৭৬. পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেনুতে?

ক. Animations খ. Format

গ. Insert ঘ. Home

৭৭. একটি Slide-এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?

ক. ২ খ. ৫

গ. ১৫ ঘ. একাধিক

৭৮. পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?

ক. Alphabet খ. Fly in

গ. Moderate ঘ. Narrow

৭৯. ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য কী করতে হবে?

ক. Transition sound

খ. স্লাইডভেদে শব্দ প্রয়োগ করতে হবে

গ. Apply to one

ঘ. Transition speed

৮০. সাধারণত কোন Slide-এ ভিডিও যুক্ত করা হয়?

ক. শুরুর Slide-এ খ. ছবির Slide-এ

গ. শেষ Slide-এ ঘ. শব্দযুক্ত Slide-এ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৭১.খ ৭২.খ ৭৩.খ ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ক ৭৭.ঘ ৭৮.খ ৭৯.খ ৮০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন