খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি
∎ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাবোর্ড বৃত্তিসংক্রান্ত জরুরি তথ্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃত্তির জন্য গেজেটভুক্ত হয়েছে এমন শিক্ষার্থীদের ২০২২–২০২৩ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তির জন্য বরাদ্দকৃত অর্থ G2P (EFT) পদ্ধতিতে শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে অনলাইনে প্রদান করবে।
শর্তসমূহ:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ থেকে ২০২১ সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষায় পাস করতে হবে
বৃত্তির জন্য গেজেটভুক্ত হতে হবে
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে
তথ্য ফরমের সাথে পূর্ববর্তী (এইচএসসি/সমমান) পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক হিসাব নম্বরের প্রমাণপত্র জমা দিতে হবে।
যাদের ব্যংক হিসাব নেই, তাদেরকে দ্রুত অগ্রণী ব্যাংক লি: খুবি শাখায় হিসাব খুলে নম্বরটি সংযুক্ত করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্যফরম পাওয়া যাবে (এখানে নিচে তথ্যফরম সংযুক্ত করা আছে)।
বোর্ডবৃত্তির গেজেটে উল্লিখিত ক্রমিক নম্বরসহ নির্ধারিত তথ্যফরম নির্ভুলভাবে পূরণ করে নিজ নিজ ডিসিপ্লিনে জমা দিতে হবে।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ২০ মার্চ ২০২৩
বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: ku.ac.bd