শখের মৃৎশিল্প
নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
শখ, নকশা, মৃৎশিল্প, টেপাপুতুল, টেরাকোটা
ক. এই যে ____ দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি ____ ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে ____ বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক ____ কিনলাম।
উত্তর:
ক. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা