হিসাববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. বছরের শুরুতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ছিল ১২,০০,০০০ টাকা এবং মোট বহির্দায় ছিল ৭,০০,০০০ টাকা। বছর শেষে মোট সম্পদ ২,০০,০০০ টাকা বেড়ে গেলে এবং মোট বহির্দায় ১,০০,০০০ টাকা কমে গেলে সমাপনী মালিকানাস্বত্ব কত হবে?

ক. ৫,০০,০০০ টাকা খ. ৬,০০,০০০ টাকা

গ. ৮,০০,০০০ টাকা ঘ. ১০,০০,০০০ টাকা

৩২. বাকিতে পণ্য বিক্রয় একটি—

ক. আন্তলেনদেন খ. নগদ লেনদেন

গ. অদৃশ্য লেনদেন ঘ. বহিঃ লেনদেন

৩৩. ১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়-লেনদেন হিসাব সমীকরণ A = L + OE এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?

ক. শুধু A উপাদানের খ. A ও OE উপাদানের

গ. A ও L উপাদানের ঘ. L ও OE উপাদানের

৩৪. হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটি?

ক. A-L = OE

খ. A-OE = L

গ. A = L + C + A-E-D

ঘ. A = L + OE

৩৫. ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায়/বহির্দায় বাদ দিলে কী অবশিষ্ট থাকে?

ক. মালিকানাস্বত্ব খ. স্থায়ী সম্পদ

গ. নিট মুনাফা ঘ. বিনিয়োজিত মূলধন

৩৬. মালিকানাস্বত্ব হ্রাসের সঠিক কারণ কোনটি?

ক. উত্তোলন ও সম্পদ হ্রাস

খ. ব্যয় ও দায় হ্রাস

গ. ব্যয় ও দায় বৃদ্ধি

ঘ. উত্তোলন ও ব্যয় বৃদ্ধি

৩৭. সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব?

ক. সম্পত্তিবাচক খ. ব্যক্তিবাচক

গ. নামিক ঘ. দায়বাচক

৩৮. কোনটি নামিক হিসাব?

ক. বকেয়া বেতন খ. অগ্রিম ভাড়া

গ. প্রত্যক্ষ মজুরি ঘ. অনাদায়ী উপভাড়া

৩৯. বাকিতে পণ্য ক্রয় ২,০০০ টাকা, সমীকরণে এর প্রভাব কী?

ক. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস

খ. দায় বৃদ্ধি ও মালিকানাস্বত্ব হ্রাস

গ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি

ঘ. সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

৪০. অগ্রিম বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণির হিসাব?

ক. সম্পদ হিসাব খ. ব্যয় হিসাব

গ. দায় ঘ. মালিকানাস্বত্ব

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.গ ৩৯.খ ৪০.ক

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা