চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৮–০২–২০২৩

চট্টগ্রাম জেলা পরিষদ দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে। যাঁরা ২০২১ সালে এসএসসি/এইচএসসি/ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তারাই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শর্তাবলি:

১। আবেদনকারীকে অবশ্যই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা (চট্টগ্রাম সিটি করপোরেশন/পৌরসভা এলাকা ব্যতীত) এবং সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

২। আবেদনকারী ছাত্রছাত্রীকে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম অতিরিক্ত বিষয় ব্যতীত জিপিএ–৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে।

৩। ২০২১ সালের আগে বা পরে যাঁরা উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।

আবেদনপত্রের সঙ্গে যা লাগবে:

  • আবেদনপত্রের সঙ্গে মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি

  • সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

  • নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়নপত্র

  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি

  • অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।

শিক্ষাবৃত্তি-প্রদানের-বিজ্ঞপ্তি-২০২২-২৩.pdf

আবেদনপত্র সংগ্রহ:

আবেদনপত্রের নমুনা ফরম উপরে পিডিএফ আকারে দেওয়া আছে। তাছাড়া এই ওয়েবসাইটে গিয়েও পাওয়া যাবে zpchattogram.org, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা পরিষদ, চট্টগ্রাম–এর কার্যালয় হতেও সংগ্রহ করা যাবে।

আবেদনপত্র জমার শেষ তারিখ:

আবেদনপত্র আগামী ২৮–০২–২০২৩ তারিখের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ওই কার্যালয়ে পৌঁছাতে হবে, অর্থাৎ সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গৃহীত হবে না।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zpchattogram.org

আরও পড়ুন