অর্থনীতি ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়?

ক. অর্থনৈতিক কার্যকলাপ

খ. অর্থনৈতিক লেনদেন

গ. অর্থনৈতিক উৎপাদন

ঘ. দ্রব্য লেনদেন

৩২. ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে?

ক. ইসলামি অর্থব্যবস্থায়

খ. মিশ্র অর্থব্যবস্থায়

গ. পুঁজিবাদী অর্থব্যবস্থায়

ঘ. নির্দেশমূলক অর্থব্যবস্থায়

৩৩. অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় কেন?

ক. চাহিদা বৃদ্ধি খ. সম্পদের দুষ্প্রাপ্যতা

গ. জোগান বৃদ্ধি ঘ. চাহিদা হ্রাস

৩৪. উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোনটি ব্যাখ্যা করা হয়?

ক. মোট ব্যয় খ. সুযোগ ব্যয়

গ. প্রান্তিক আয় ঘ. গড় আয়

৩৫. উৎপাদন সম্ভাবনা রেখা কী প্রকাশ করে?

ক. উৎপাদনের দক্ষতা

খ. উৎপাদনের পরিমাণ

গ. উৎপাদনের সক্ষমতা

ঘ. সুযোগ ব্যয়

৩৬. বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?

ক. ২ ধরনের খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের

৩৭. ইসলামি অর্থব্যবস্থায় কোন ধরনের লেনদেনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে?

ক. পণ্যভিত্তিক খ. ব্যাংকভিত্তিক

গ. সুদভিত্তিক ঘ. ব্যবসাভিত্তিক

৩৮. চাহিদার তুলনায় যে দ্রব্যের জোগান স্বল্প, তাকে কী বলে?

ক. অর্থনৈতিক দ্রব্য

খ. আমদানি দ্রব্য

গ. উৎপাদিত দ্রব্য

ঘ. ভোগ্য দ্রব্য

৩৯. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামিক ঘ. মিশ্র

৪০. অর্থনীতিকে ‘দুষ্প্রাপ্যতার বিজ্ঞান’ বলেছেন কে?

ক. আলফ্রেড মার্শাল

খ. ডেভিড রিকার্ডো

গ. এল রবিন্স

ঘ. অ্যাডাম স্মিথ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.গ ৩৩.খ ৩৪.খ ৩৫.ক ৩৬.গ ৩৭.গ ৩৮.ক ৩৯.ঘ ৪০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা