টেকসই উন্নয়ন ও ইসলামি অর্থব্যবস্থা - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১০ ও ১১ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১০

৪. অংশীদারত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকতে হবে—

i. সমাজের সাধারণ মানুষ

ii. সমাজের উঁচুতলার মানুষ

iii. পরিবেশদূষণকারী মানুষেরা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. টেকসই উন্নয়নে একযোগে কাজ করতে হবে—

i. সরকারকে ii. জনগণকে

iii. ব্যবসায়ীদের

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে কোনটি?

ক. অপরিকল্পিত উন্নয়ন 

খ. জলবায়ু পরিবর্তন

গ. দ্রব্যমূল্য বৃদ্ধি ঘ. কৃষিজমি ভরাট

৭. বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য লাভ করেছে কোনটি অর্জনে?

ক. MDG অর্জনে খ. SDG অর্জনে

গ. স্বাস্থ্য খাতে ঘ. খাদ্য উত্পাদনে

৮. বাংলাদেশ SDG বাস্তবায়নের মাধ্যমে কোনটি শূন্যের কাছাকাছি নিয়ে আসবে?

ক. দারিদ্র্যসীমা খ. নিরক্ষরতা

গ. চিকিত্সাহীনতা ঘ. দুর্নীতি

৯. বাংলাদেশকে কত সালের মধ্যে SDG অর্জন করতে হবে?

ক. ২০২৫ সালের খ. ২০৩০ সালের

গ. ২০৩২ সালের ঘ. ২০৩৫ সালের

১০. SDGএর পূর্ণরূপ কোনটি?

ক. Sustainable Development Goals

খ. South Asian Development Goals

গ. Sustainable Develop Goal

ঘ. South Asian Develop Goal

অধ্যায় ১১

১. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?

ক. উপযোগ খ. উৎপাদন 

গ. বণ্টন ঘ. চাহিদা

২. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি কোনটি?

ক. পবিত্র কোরআন শরিফ ও হাদিস শরিফ

খ. দেশের সংবিধান 

গ. অর্থনীতিবিদদের তত্ত্ব 

ঘ. প্রাকৃতিক সম্পদ

৩. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনপ্রক্রিয়া সমাজের জন্য কী ধরনের? 

ক. কাম্য খ. ক্ষতিকর 

গ. কল্যাণকর ও শোষণহীন 

ঘ. ভালো 

৪. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানাধীন?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক 

গ. মিশ্র ঘ. ইসলামি

৫. জাতীয় সম্পদের উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. ৫টি

৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক 

গ. মিশ্র ঘ. ইসলামি

৭. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?

ক. বাড়ি খ. গাড়ি 

গ. নদী ঘ. মোটরসাইকেল

৮. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত 

গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক

৯. উৎপাদনের উপাদান কয়টি?

ক. দুটি খ. তিনটি 

গ. চারটি ঘ. পাঁচটি

১০. ব্যক্তিপর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য?

ক. ধনতান্ত্রিক খ. মিশ্র 

গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি

১১. কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?

ক. বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকা 

খ. কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া 

গ. নিজের ইচ্ছামতো দ্রব্য তৈরি করা 

ঘ. মালিক ও শ্রমিকের আয়বৈষম্য থাকা 

১২. ইসলামিক অর্থব্যবস্থায় কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করা হয়?

ক. সর্বাধিক মুনাফা অর্জন 

খ. শোষণহীন উৎপাদনপ্রক্রিয়া

  গ. সামগ্রিকভাবে মুনাফা অর্জন 

ঘ. সর্বজনীন বিনিয়োগ 

১৩. যদি বণ্টনব্যবস্থা ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক হয়-

  i. অর্থনৈতিক সমস্যা বজায় থাকে

  ii. অস্থিতিশীলতা সৃষ্টি হয় 

  iii. বিশৃঙ্খলা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. উপযোগ বলতে কী বোঝায়?

ক. মানুষের মোট চাহিদা খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা 

গ. অভাবের মোট পরিমাণ ঘ. চাহিদা ও জোগানের সমষ্টি

১৫. উৎপাদন, বিনিয়োগ, বণ্টন ও ভোগের স্বাধীনতা কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক 

গ. ইসলামি ঘ. মিশ্র

১৬. শফিকের এক ছেলে সরকারি স্কুলে ও এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম। এখানে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত রয়েছে?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক 

গ. মিশ্র ঘ. ইসলামি 

১৭. কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?

ক. ইসলামি খ. ধনতান্ত্রিক 

গ. সমাজতান্ত্রিক ঘ. মিশ্র

১৮. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য কী?

ক. অধিক মুনাফা অর্জন খ. সব দ্রব্য উৎপাদন 

গ. হালাল দ্রব্য উৎপাদন ঘ. মুনাফা অর্জন না করা 

১৯. সম্পদের অপ্রাচুর্যতা বলতে কী বোঝায়? 

ক. চাহিদার সীমাবদ্ধতা খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

গ. জোগানের সীমাবদ্ধতা ঘ. জনগণের চাহিদার হার 

২০. সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জন্ম ও মৃত্যুহার 

গ. জনসংখ্যার প্রকৃতি ঘ. জীবনযাত্রার মান 

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা