স্নাতক ও কারিগরি পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দিচ্ছে চট্টগ্রাম সমিতি, ঢাকা

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

প্রতীকী ছবিছবি: পড়াশোনা গ্রাফিক্স

চট্টগ্রাম সমিতি, ঢাকা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) স্নাতক পর্যায়ে এবং সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম বর্ষে (সেশন: ২০২২-২৩) অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে।

জেনে রাখুন

  • বৃহত্তর চট্টগ্রামের মেধাবী,অসচ্ছল সীমিতসংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাজীবনের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য এ বৃত্তি প্রদান করা হবে।

  • আগ্রহী প্রার্থী যাঁদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাঁদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ছাড়া) বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৭৫, ব্যবসায় শাখায় জিপিএ-৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ-৪  রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন।

  • বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ctgsamitydhaka.org-এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সমিতির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩

আরও পড়ুন

আবেদন ফরমের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে

  • এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি

  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি

  • অধ্যয়নরত প্রতিষ্ঠানের ভর্তি রসিদের সত্যায়িত কপি

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (যদি থাকে)

  • মা-বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

শর্তাবলি

  • অসম্পূর্ণ, ভুল/জাল তথ্য থাকলে বা যথাযথ কাগজপত্র সঙ্গে যুক্ত না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

  • আবেদনকারীর ঐচ্ছিক বিষয় ব্যতীত বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিপিএ (GPA) না থাকলে আবেদন ফরম সরাসরি বাতিল হবে।

  • আবেদনকারীকে অবশ্যই চট্টগ্রাম/কক্সবাজার/রাঙ্গামাটি/খাগড়াছড়ি/বান্দরবান জেলার অধিবাসী হতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০

আরও পড়ুন